জাগো বন্দর ২৪ নিউজঃবন্দর ইউপিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থনে বিজয়ী হলেন সাব্বির আহম্মেদ ইমন
রোজ শনিবার সকাল ৯ টাকা থেকে৫টা পযন্ত শুড় হয় বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল শুবন্দর ইউনিয়ন পরিষদের শুন্য ১নং ওয়ার্ড দুই প্রতিদ্বন্দর মাঋে
ফুটবল প্রতিক রত্না বেগম এবং তালা মার্কা প্রতিকের সাব্বির আহম্মেদ ইমনের দুই প্রতিদ্বন্দির মাঋে সকাল ৮ থেকে ভোটগ্রহন শুরু হয় বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ভোট
উক্ত ওয়ার্ড মোট ভোটারের সংখ্যা ছিল ৪৮১৫ জন
পুরুষ ভোটারের সংখ্যা ছিল ২৩০৭৬জন এবং নারী ভোটারের সংখ্যা ছিল ২০৪৩জন সকাল থেকে শুরু হয়ে ৫টা অবধি কেন্দ্রে মোট ভোটার উপ্সথিত ছিল ৪৩৩জন এবং কেন্দ্র অনুপস্থিত ছিল১৯৪৩ জন ভোটার
উপজেলা নির্বাচন কমিশনাার ইউসুফ এবং দায়িত্ব থাকাকালীন পিজাইডিং অফিসার মুক্তার হোসেন বন্দর উপজেলা সমাজসেবক অফিসার প্রেস ব্রিফিং মাধ্যমে
শুন্য ওয়ার্ড দুই প্রতিদ্বন্দীর মাঋে ফলাফল প্রকাশ করেন প্রয়াত ওয়ার্ড ইউসুফ মেম্বার সহধর্মিণী রত্না বেগম ১০ভোট পেয়ে পরাজয় হোনএবং বিপুল ভোটে ৪,৩৩ভোটে জয়যুক্ত হোয়ে মেম্বার পদপ্রা্থী হন।
নির্বাচন দায়িত্ব থাকেন উপজেলা নির্বাচন কমিশনা ইউসুফ পিজাইডিং অফিসার উপজেলার সমাজসেবক
অফিসার উপস্থিত ছিলেন পুলিশ আনসার


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন