চচট্রগ্রাম প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা সদরের ঈদগাঁও-ঈদগড় সড়কে সিএনজি করে বাড়ি ফেরার পথে ডাকাতের গুলিতে জনি দে রাজ নামক এক শিশু শিল্পী নিহত হয়েছে। এ সময় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জনি দে রাজ ঈদগড় চরপাড়া এলাকার তপন দের ছেলে। সে ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
ঈদগড় ৪নং ওয়ার্ডের সদস্য মো. আলমগীর হোসেন জানান, সিএনজি করে ঈদগাঁও থেকে ঈদগড় বাড়িতে ফিরছিল জনি। ওই গাড়িতে জনি ছাড়া আরো ৪ জন যাত্রী ছিল। সিএনজিটি হিমছড়ি ঢালায় পৌঁছলে ডাকাত দলের অতর্কিত গুলিতে কণ্ঠশিল্পী জনি ঘটনাস্থলে নিহত হয়। এ সময় সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী আহত হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন