ads

Responsive Advertisement
LATEST UPDATES

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

করোনাকালীন সময়ে কমেছে কর্মসংস্থান, বেড়েছে হতাশা

জাগো বন্দর ২৪. নিউজঃ করোনাকালীন সময়ে কমেছে কর্মসংস্থান, বেড়েছে হতাশা





সারা বিশ্বে করোনা প্রভাব স্বাস্থ্য ব্যবস্থায় যেমন পড়েছে ঠিক তেমনি বেড়েছে বেকারত্ব । 
আইএলও হিসেব মতে, পৃথিবীতে প্রায় ১০ কোটি মানুষ বেকার হয়ে পড়বে। এই বেকারত্ব প্রভাব পড়বে কমপক্ষে ৫০ কোটি মানুষের উপর । 
সবচেয়ে বেশি বেকারত্বের হার শ্রমিক ও মধ্যবিত্তের উপর পড়েছে । 
দক্ষিণ এশিয়ার চিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখা যায়, সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে আফগানিস্তান তারপর বাংলাদেশ । 
কারণ বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তের সংখ্যা বেশি । 
দেশের কলকারখানা থেকে শুরু করে গার্মেন্টস  পর্যন্ত  অর্থনৈতিক মন্দার কারণে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে । 

বহু মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে ফিরে যাচ্ছে । চাকুরিচ্যুত হয়ে পড়েছেন বহু জন। 
বিদেশ ফেরত বহু মানুষ দেশে ফিরে আসছেন । যার ফলে আর্থিক চাপ আরোও বেড়ে যাচ্ছে

কোন মন্তব্য নেই:

 

Top