ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

জাগো বন্দর ২৪.নিউজ মিনারেল ওয়াটারের বোতলে নলকূপের পানি।

জাগো বন্দর ২৪. নিউজঃমিনারেল ওয়াটারের বোতলে নলকূপের পানি। 
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চচট্রগ্রাম প্রতিনিধিঃ  






অপরিশোধিত পানি বোতালজাত করে বিক্রি এবং নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর এনায়েত বাজার এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অংশ নেন বিএসটিআই’র ফিল্ড অফিসার জারীন তাসনীম সিলি, পরিদর্শক মুকুল মৃধা। বাংলানিউজ
ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, তাকওয়া এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া নলকূপের অপরিশোধিত পানি বোতলজাত করে বিক্রি করছিল।
তিনি বলেন, “এই ধরনের প্রতিষ্ঠানে একজন কেমিস্ট নিয়োজিত থাকার কথা থাকলেও সেখানে কেমিস্ট কাউকে পাওয়া যায়নি। এই প্রতিষ্ঠানের এজেন্টরা বাইরে থেকে পানি বোতলজাত করে তাদের নামে বিক্রি করে। এই কারণে তাকওয়া এন্টারপ্রাইজের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানে নোংরা পরিবেশে কেক, বিস্কুট, মিষ্টি, দই ও রুটি উৎপাদনের দায়ে মিসকা ধানসিঁড়ি বেকারিকে ১০ হাজার টাকা এবং ভেজাল তেলে নাস্তা তৈরির দায়ে একটি ঝাল বিতানকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কোন মন্তব্য নেই:

 

Top