৭ অক্টোবর বুধবার বিকেলে মুসাপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রঙ্গণে মুসাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে এ প্রতিবাদ সভা আয়োজন করেন।
মূছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনের নামে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালানোর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুসাপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আঃ মান্নান মাস্টারের সভাপতিত্বে
প্রতিবাদ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু।
উক্ত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান,
বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ ভূইয়া,
মদনপুর ইউনিয়ন পরিষদের আলহাজ্ব গাজী সালাম ও মাকসুদ চেয়ারম্যানের সহধর্মিণী নার্গিস মাকসুদা।
প্রধান অতিথির বক্তব্যে সানাউল্লাহ সানু বলেন, খুনি আলাউদ্দিন তার বিরুদ্ধে আপনারা খোঁজ খবর নেন এবং আমি আইন প্রশাসনকে বলি আপনে এটা লেখেন তার বিরুদ্ধে যাচাই- বাছাই করুণ। আর খুনিরা একটি চক্র তারা লাফালাফি করতাছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করছেন। সেই সাথে দিনদিন ধরা খেয়ে যাচ্ছে। আমি এ মিথ্যা অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়াও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক রবিউল আউয়াল, মুসাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুউদ্দিন,মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা আবুল হাসনাত জনি, আবুল হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন