ads

Responsive Advertisement
LATEST UPDATES

শুক্রবার, ৫ মার্চ, ২০২১

১নং ওয়ার্ড মেম্বার ইমনের নেতৃত্ব এমপি সেলিম ওসমানের মতবিনিময় সভায় যোগদান

জাগো বন্দর ২৪.নিউজ  বন্দর ইউনিয়ন ১নং বন্দর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার সাব্বির আহম্মেদ ইমনের   নেতৃত্বে   এক বিশাল মিছিল নিয়ে সেলিম ওসমানের সভায় যোগদান


বন্দর ইউপি সদস্য সাব্বির আহম্মেদ ইমনের  নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে  বন্দর উপজেলাধীন   নবীগঞ্জ   টি হোসেন গার্ডেনে  মতবিনিময় সভায় যোগদান করেছে।  শুক্রবার বিকেল ৩টায়  কয়েক'শ  গন্যমান্য ব্যাক্তিব্গ মানুষকে নিয়ে  অংশগ্রহনে বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ড  থেকে নিয়ে  মিছিলটি সভাস্থলে যোগদেয়। এসময় তারা "জয় বাংলা জয় বঙ্গবন্ধু " শ্লোগানে শ্লোগানে রাজপথ মুখরিত করেন।  

উল্লেখিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমান। সভাপতিত্ব করেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ। 

মিছিলে যোগদান করেন  মোঃ রাজু আহম্মেদ, রাকিব, সাকিব,ফারুক, খালেক, রনি,মোহন ফারুক, নিবির,
সিফাত, আনোয়ার,আরুও প্রমূখবৃন্দ 

কোন মন্তব্য নেই:

 

Top