ads

Responsive Advertisement
LATEST UPDATES

মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

বন্দরে রকির উদ্যোগে সাবেক ছাএলীগের সভাপতি সানির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

জাগো বন্দর ২৪.নিউজ নারায়নগঞ্জ জেলা ছাএলীগের সাবেক সভাপতি সানির সুস্থতা কামনায় রকির উদ্যোগে 
অএ বাদ এসার ৮ই মার্চ সোমবার বন্দর রেললাইন বাসস্টান্ড সংলগ্ন এক ক্লাবে  রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 



গত ক‌য়েক‌দিন যাবৎ শারী‌রিকভা‌বে অসুস্থ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ সাফা‌য়েত আলম সা‌নী ভাইয়ের আশু রোগমু‌ক্তি কামনায় বন্দ‌রে মিলাদ ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।  

এসময়, শেখ সাফা‌য়েত আলম সা‌নি  দ্রুত আরোগ্য কামনায়   সকলের কাছে দোয়া চাওয়া হয় সবাই সা‌নি ভাইয়ের জন্য মহান আল্লাহর দরবা‌রে দোয়া করবেন, তি‌নি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন বন্দর রেললাইন জামে মসজিদের ইমাম 


প্রসঙ্গত, গত বৃহস্প‌তিবার রা‌তে নিজ বাসভব‌নে হঠাৎ ক‌রে অসুস্থ হ‌য়ে প‌ড়েন সাফা‌য়েত আলম সা‌নি ভাই বর্তমা‌নে শারী‌রিকভা‌বে কিছুটা সুস্থ হ‌লেও  চি‌কিৎস‌কের তত্বাবধায়‌নে র‌য়ে‌ছেন জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি।

দোয়া ও মিলাদ উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সহ সভাপতি স্বপন, মোহন, ফারুক মুরছালিন,আরও প্রমূখ 

কোন মন্তব্য নেই:

 

Top