ads

Responsive Advertisement
LATEST UPDATES

বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

নিটিং ওনার্স এসোসিয়েশনের ''নবনির্বাচিত সভাপতি কে ফুলের মালা দিয়ে বরন করলো 'নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স ও 'রাইফেলস ক্লাব এর সদস্য'রা।

জাগো বন্দর ২৪.নিউজ-

নিটিংশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনে ২০২১-২৩ মেয়াদে র দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃমাহবুবুর রহমান স্বপনের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ঐক্য পরিষদ বিশাল জয়ের ব্যবধানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।  ( বুধবার ২৬ মে)রাতে বিকেওএ'র নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।সম্মিলিত নিট ঐক্য পরিষদের দলনেতা মাহবুবুর রহমান স্বপন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সম্মিলিত নিট ঐক্য পরিষদের দলনেতা মাহবুবুর রহমান স্বপন বিজয়ী হওয়ায় নাঃ গন্জে'র বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচছা বিনিময়।বিজয়ী হওয়ার কয়েক ঘন্টা পর স্থানীয় রাইফেলস ক্লাব মিলনায়তনে   'মাহবুবুর রহমান স্বপনকে' ফুলের মালা দিয়ে বরন করে নেন 'নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব এর সেক্রটারী খালিদ হায়দার খান কাজল ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ- সভাপতি  মোরশেদ সারোয়ার সোহেল। এ সময়ে মাহবুবুর রহমান স্বপন ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সহ-সভাপতিকে ফুলেল শুভেচছা জানান।এ সময় আরও শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব এর  উপস্থিত সদস্য বৃন্দ মোস্তফা কামাল,সাংবাদিক হাসিন শাহীন পাপ্পু, আসাদুজ্জামান সুজন, আংকন রানা, আজাদুর রহমান,এবংসাপ্তাহিক তথ‍্যবানীর ব‍্যুরো  প্রধান ও রাইফেল ক্লাব এর সদস্য সাংবাদিক  দেলোয়ার হোসেন।নির্বাচিত অন‍্য সদস‍্য আবুল বাসার ও রাকিব এ সময় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

 

Top