ads

Responsive Advertisement
LATEST UPDATES

সোমবার, ৩১ মে, ২০২১

ধামঘড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে বন্দরের কৃতি সন্তান আলহাজ্ব এমএ রশিদ কে সংবর্ধনা

জাগো বন্দর ২৪.নিউজ ধামঘড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে বন্দরের কৃতি সন্তান আলহাজ্ব এমএ রশিদ কে সংবর্ধনা




বন্দর প্রতিনিধি -৩১ মে সোমবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামঘড় ইউনিয়ন পরিষদের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ'র সভাপতিত্বে ও মনির হোসেন খান'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদ, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের দর কষাকষি ও আইন বিষয়ক সম্পাদক এবং বন্দর  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
              নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক "নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি" নির্বাচিত হওয়ায়
ধামঘড় ইউনিয়নবাসীর পক্ষ থেকে বন্দরের কৃতি সন্তান এমএ রশিদ কে এ সংবর্ধনা দেওয়া হয়।
              এর আগে বেলা ১ টায় লাঙ্গলবন্দ সেতু হইতে আড্ডা পর্যন্ত নদীর পাড়ে রাস্তায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করেন, বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা জাফর সরকার শুক্লা, সহকারী কমিশনার ভূমি আসমা সুলতানা নাসরিন, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন, বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা।
             এ সময় আরো উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাসেম, আওয়ামী লীগ নেতা  সিরাজুল ইসলাম সিরাজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান খোকন, এড. সিরাজুল ইসলাম সিরাজ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
            উল্লেখ্য : স্বাধীনতার পূর্বে থানা ছাত্রলীগের সভাপতি, পরে থানা যুবলীগের সভাপতি, ১৯৭৩ সালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বর্তমানে বিশ বছর যাবৎ বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বন্দর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করায় বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি" পুরস্কারে মনোনিত হন।

কোন মন্তব্য নেই:

 

Top