ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় যুব সংহতি বন্দর থানা কমিটি পবিত্র কদমরসূল দরগাহ শরীফ জিয়ারত

জাগো বন্দর ২৪.নিউজ জাতীয় যুব সংহতি বন্দর থানা  কমিটি পবিত্র কদমরসূল দরগাহ শরীফ জিয়ারত
 বন্দর প্রতিনিধি -

নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা প্রয়াত সাংসদ আলহাজ্ব এ কে এম নাসিম ওসমান এর সহধর্মিনী জননী পারভীন ওসমান ও জাতীয় পাটির হাতকে শক্তিশালী করতে কমিটির কার্যক্রম পরিচালনা করছি । ইনশাআল্লাহ আশাকরি জাতীয় যুব সংহতি বন্দর থানা কমিটি সফল ও কামিয়াবি হবে বলেন জাতীয় যুব সংহতি বন্দর থানা কমিটির আহবায়ক মোঃ ফারুক হোসেন । 

 জাতীয় যুব সংহতি বন্দর থানা কমিটি নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা  ২৪শে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বাদ আছর পবিত্র কদম রসূল দরগাহ শরীফ জিয়ারত করেন। এসময় উপস্থিত নেতৃত্বরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
মোঃ ফারুক হোসেন আরও  বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় সাংসদ জননেতা প্রয়াত বীরমুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমান এর প্রতি যিনি আদর্শে ছিলেন অটল। তাঁর আদর্শে অনুপ্রেরণিত আমি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাতৃতুল্য পারভীন ওসমান এর প্রতি। যিনি সন্তানের মতো আমাদের আগলে রেখেছেন। কেননা তাদের  নিদের্শনা মেনে জাতীয় যুব সংহতি আজ ঐক্য বদ্ধ। সেই সাথে আমার উপর যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন তা সঠিক ভাবে পালন করতে পারি সেজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই।

কোন মন্তব্য নেই:

 

Top