ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

সোনারগাঁয়ে ইউপি সদস্য মোর্শেদা বেগম'র বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারে থানায় অভিযোগ

জাগো বন্দর ২৪.সোনারগাঁয়ে ইউপি সদস্য মোর্শেদা বেগম'র বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারে থানায় অভিযোগ 


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মঙ্গলের গাও পিরোজপুর ইউনিয়ন ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোর্শেদা বেগম এর উপর পূর্ব শত্রুতার জের ধরে সুপরিকল্পিত ভাবে রাজনৈতিক প্রতি হিংসা বসত: সমাজে হেয় প্রতিপন্ন ও আত্মমর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বাড়িতে হামলা ও অপপ্রচার চালানো হয়েছে   মামলার বিবরনীতে জানা যায়, নারায়ণগঞ্জ, সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য, মোরশেদা বেগম কে নিয়ে গত ২১ সেপ্টেম্বর এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহল কঠিন চক্রান্তে লিপ্ত আছে।
            এ কুচক্রী মহল ব্যক্তিগত আক্রোশে, তাকে নাজেহাল করার লক্ষে, তার আত্মমর্যাদা ক্ষুন্ন করার উদ্দেশ্যে, কিছু অনলাইন নিউজ পোর্টালে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে।
     এ ব‍্যপারে ইউপি সদস্য মোরশেদা বেগম অত্যন্ত মর্মাহত ও দুঃখের সাথে বলেন, যাহারা আমাকে নিয়ে আমার প্রতিপক্ষের হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে ও চক্রান্তে লিপ্ত হয়েছে, তাদের আশা কখনোই পূরণ হবে না। তারা ব্যক্তিগত আক্রোশ ও শত্রুতা করে সমাজে এবং গণমাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন ও সমাজে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশে লিপ্ত হয়েছে তারা কখনোই আমাকে দোষী সাব্যস্ত করতে পারবেনা। কারণ আমি জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নিঃস্বার্থ ও নিরলস ভাবে সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছি।
আমার প্রতিপক্ষ নিজে পড়ে গিয়ে আঘাত পেয়ে আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে পার পাবে না। আমি ঘটনাস্থলে থাকা সাক্ষীদের সাক্ষ্য নিয়ে আদালতে প্রমাণ করব, মাহমুদা উপর আমরা কোন আঘাত করিনি। সে মিথ্যা অপবাদ ও আমার পরিবারকে নিয়ে যে মিথ্যা, বানোয়াট মামলা দিয়ে  হয়রানি করছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আইনানুগ ব্যবস্থা নিচ্ছি ।
   আমাকে পিরোজপুর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে তারা আমাকে যে সম্মান দিয়েছে সে সম্মানের কোন ত্রুটি আমি কখনো করিনি, কখনো করবোও না, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান ধরে রাখা যায় সেভাবে আমি জনগণের মাঝে কাজ করে যাচ্ছি।
যারাই আমাকে নিয়ে বিভ্রান্তমূলক সংবাদ প্রচারে লিপ্ত হয়েছেন ,তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে নিউজ প্রকাশ করুন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। যদি সত্যতা যাচাই করে পান আমি অপরাধী, তাহলে বাংলাদেশ আইন অনুযায়ী যে শাস্তি আছে আমি তা মাথা পেতে নেবো।

কোন মন্তব্য নেই:

 

Top