গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১০ অক্টোবর রাতে ডিএমপি ঢাকার মুগদা থানাধীন মানিকনগর ওয়াসারোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো রুবেল হাওলাদার (৩৪)। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রুবেল হাওলাদার বরগুনা জেলার বেতাগী থানার কাজীরাবাগ এলাকার মৃত শাহ আলম হাওলাদার এর ছেলে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনয় কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীকে ডিএমপি ঢাকার মুগদা থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন