ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বন্দর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ উজ্জল আহম্মেদ কে মেম্বার'র সমর্থনে নির্বাচনীয় মত বিনিময় সভা

জাগো বন্দর ২৪.নিউজ বন্দর  ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ উজ্জল আহম্মেদ কে  মেম্বার'র সমর্থনে  নির্বাচনীয় মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয় 

বন্দর ইউপি পরিষদের  ১নং  ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৎ যোগ্য সমাজের বিশিস্ট ব্যাবসায়ী জনগণের বন্ধু বন্দর আওয়ামী যুব লীগ নেতা মোঃ উজ্জল আহম্মেদ  
ওয়ার্ডবাসীর উদ্দেশ্য    বলেন  আপনাদের ভালো বাসায় আমি ভোটে দাড়ায়ছি  আপনাদের শুভ কামনায় আর দোয়া নির্বাচনে এসেছি বৃক্ষ তোমার পরিচয় ফলে  আমাকে একটা বার সুযোগ দেনআমি যদি আপনাদের দোয়া  যদি মেম্বার হয় আমি আমার সবটা দিয়ে উন্নয়নের চেস্টা করা লক্ষ্য থাকবো তাই আমাকে বিবেক বিবেচনা করে আমাকে ১নং  ওয়ার্ডের মেম্বার করবেন এ সময়ে এলাকাবাসী সহ এলকা মান্যগণ্য ব্যাক্তিরা তাকে   বন্দর ইউপি পরিষদের  ১নং ওয়ার্ড মেম্বার হিসেবে পূর্ণ সমর্থন জানান 



১০(অক্টোবর) রবিবার   সন্দ্যায় বন্দর  ইউনিয়নের পরিষদের  ১ নং ওয়ার্ডের অবস্থিত  ডায়রার বাড়ী  বন্দর  ইউনিয়নের ১নং ওয়ার্ডে  মেম্বার পদপ্রার্থী  মোঃ উজ্জল আহম্মেদ  কে  নির্বাচন করার সমর্থনে এলাকাবাসীর উদ্দ্যোগে  এক উঠান বৈঠকের আয়োজন করা হয় 


উক্ত সভায়  উপস্থিত ছিলেন  রাকিব জাকির, ইকবাল 
সহ বাবরী জামে মসজিদের সহঃ সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি  প্রমূখবৃনদ



হিংসা  বিদ্বেষ   ভেদাভেদ ভুলে আগামী মেম্বার পদপ্রার্থী ১নং ওয়ার্ডে   সমর্থনে দিয়ে  সবাই  কে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য নেই:

 

Top