বন্দর প্রতিনিধি ঐতিহ্যবাহী শীতলক্ষ্যা নদীর ভরাট অংশ খনন ও নদী প্রশস্থকরণ কার্যক্রম শুরু করেছে বিআইডব্লিউ টিএ।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে নাসিক ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ লঞ্চঘাট এলাকায় খনন কাজের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) শেখ মাসুদ কামাল। খনন কার্যক্রমের সীমা ধরা হয়েছে মদনগঞ্জ লঞ্চঘাট হতে দক্ষিনের ১২শ মিটার পর্যন্ত। প্রজেক্টটির ঠিকদারী প্রতিষ্ঠান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব চাঁন মিয়া'র মালিকাধীন মেসার্স চাদনী ট্রেডার্স।
খনন কার্যক্রম উদ্বোধন এর পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেন, বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ, বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বিশিষ্ট ব্যাবসায়ী উল্লেখিত কার্যক্রমের ঠিকাদার আলহাজ্ব চাঁন মিয়া , ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ, কলাগাছিয়া ইউনিয়ন আ'লীগের সাধারণ-সম্পাদক ইব্রাহিম কাশেম, স্থানীয় আ'লীগ নেতা শাহজাহান মোল্লাসহ মহানগর ছাত্রলীগের সাধারণ-সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন