নারায়নগঞ্জ বন্দর উপজেলার আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাগর মনোনয়নপত্র ক্রয় করেন৷
সোমবার ১১ অক্টোবর দুপুরে বন্দর উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং কার্যালয় হতে চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা সাগর তার মনোনয়নপত্রটি ক্রয় করেন। এসময় তার সাথে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন এর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আহমেদ আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় চেয়ারম্যান পদপ্রার্থী সাগর জানান,আমি কলাগাছিয়া ইউনিয়নের সন্তান,এই ইউনিয়ন এর মা, মাটি ও মানুষের কাঙ্ক্ষিত সেবা দিতে আমি সবসময় ছিলাম এবং আগামীতেও থাকবো। কলাগাছিয়া ইউনিয়ন বাসী আমাকে চেয়ারম্যান হিসেবে চাওয়াতে আমি এবার পদপ্রার্থী হচ্ছি। ইনশাল্লাহ আপনাদের চাওয়াকে প্রাধান্য দিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করে কলাগাছিয়া ইউনিয়ন বাসীর কাঙ্খিত স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করবো৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন