মেম্বার পদে মনোনয়ন পত্র জমা করলেন সাংবাদিক শাফায়াত
বন্দর প্রতিনিধি - আসন্ন বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ড মেম্বার পদে মনোনয়ন পত্র জমা করলেন তরুণ সাংবাদিক শাফায়াত ইসলাম ভুঁইয়া (হৃদয়)।
১৭ অক্টোবর (রবিবার) বন্দর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদির।
মনোনয়ন পত্র জমা করার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাফায়াত বলেন, জনগনের সেবা করার উদ্দেশ্যে আমি জনপ্রতিনিধি হতে চাই। আমার বাবা ছিলেন হাই স্কুল শিক্ষক এবং মা সংরক্ষিত মহিলা মেম্বার। তারা দুজনই সারাজীবন মানুষের কল্যানে কাজ করেছেন। আমি সেই ধারা অব্যাহত রাখতে চাই৷
আরেক প্রশ্নের জবাবে সাংবাদিক শাফায়াত বলেন, আমি সহ মোট ৬ জন এই ওয়ার্ডের ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন। নিজের উপরে আমার সম্পুর্ন আত্নবিশ্বাস ও দৃঢ় মনোবল আছে। ইনশাআল্লাহ এই ওয়ার্ডের মানুষ এবার শিক্ষিত তরুণ নেতৃত্বকেই বাছাই করে নিবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন