ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

বন্দর ইউপি পরিষদের দু'দুবারের সফল বর্তমান চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ এর মনোনয়ন পএ জমা

জাগো বন্দর ২৪.নিউজ আসন্ন বন্দর  ইউনিয়ন পরিষদ 
দু '' দুবারের সফল বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির  মনোনীত লাঙ্গলের প্রার্থী হিসেবে মনোনয়ন পএ জমা দিয়েছেন এহসান উদ্দিন আহম্মেদ।

রবিবার ১৭ অক্টোবর বিকেলে ৩ টায় বন্দর উপজেলায় রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন পএ জমা দেন তিনি।এসময়ে  উপজেলার পরিষদের চত্বরে নেতা কর্মী সমর্থককে নিয়ে লাঙ্গল প্রতীক নিয়ে জমা দেন। 


বর্তমানের দু 'দুবারের সফল  চেয়ারম্যান  এহসান উদ্দিন আহম্মেদ বলেন আমার এমপি  জাতীয় পাটির এমপি লাঙ্গল আমি  সেই লাঙ্গল নিয়ে  এবারও আসন্ন বন্দর ইউপি পরিষদের  লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচনে অংসগ্রহন
করছি । সকলে দোয়া ও প্রত্যাশা কামনা করে আমি আশাবাদী এবারও আমি সকলের ভালো বাসায় আবার ইনশাআল্লাহ সফল হব।

কোন মন্তব্য নেই:

 

Top