ads

Responsive Advertisement
LATEST UPDATES

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বন্দর ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ ইমন কে ৪ পঞ্চায়েত কমিটির সমর্থকে নির্বাচনীয় আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত


জাগো বন্দর ২৪.নিউজঃ বন্দর ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ ইমন  কে ৪ পঞ্চায়েত কমিটির সমর্থকদের এর উদ্যোগে  নির্বাচনীয় আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। 

 

বুধবার ১৯(অক্টবার) বাদ মাগরিব  সরদার বাড়ীর মসজিদের খতিব বাগে জান্নাত মসজিদের খতিবদের উপস্থিতে  বন্দর কলাবাগ ঋাউতলা সরদার বাড়ী  পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দীন এর সভাপতিত্বে বন্দর কলাবাগ ঋাউতলা নুপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের  সঞ্চালনে এডভোকেট সালাহউদ্দিন মিলন বন্দর ইউপি পরিষদের বর্তমানের মেম্বার সাব্বির আহম্মেদ ইমন সকলের দোয়া ও  প্রত্যাশা কামনা করে  আগামী ১১ নবেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে পূনরায় বন্দর ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে আলোচনা সভা ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।



এসময়ে বক্তব্য রাখেন বর্তমানের বন্দর ইউপি পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ ইমন বলেন আমি আপনাদের কাছে দোয়া ও প্রত্যাশা কামনা করি আপনাদের পাশে থেকে জনগণের সেবা করার   সেই প্রত্যাশা কামনা করে আগামী নির্বাচন  জয়যুক্ত করে সকলের কাছে আশাবাদ করি।


এ-সময় ১নং ওয়ার্ডের বর্তমানের মেম্বার সাব্বির আহম্মেদ ইমনের জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও প্রত্যাশা কামনা করে সরদার বাড়ী  পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক হাজ্বী নাছির উদ্দিন  বন্দর রেললাইন জামে মসজিদের সভাপতি মোছলেহ উদ্দিন মাস্টার  বন্দর দক্ষিন কলাবাগের পঞ্চায়েত কমিটির যুগ্ন  সাধারন সসম্পাদক হান্নান মিয়া ও বাগে জান্নাত মসজিদের সভাপতি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এলিন ও দক্ষিন কলাবাগ মসজিদের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,  বিশিষ্ট সমাজ সেবক সোহেল সরকার ও হোসেন মিয়া  ছিলেন ফরিদ হোসেন সহ আরও গন্য ব্যাক্তিব্গরা এসময়ে বন্দর ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ ইমনের জন্য সকলের কাছে দোয়া ও প্রত্যাশা কামনা করে সকলের কাছে। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন বাবু মাস্টার বোরহানউদ্দিন উদ্দিন জাকির ভূইয়া, সেলিম খন্দকার, মামুন মাস্টার, সালাহউদ্দিন, আলামিন,

  সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্বা প্রজন্ম লাগের বন্দর থানার সদস্য  রাজু আহম্মেদ বন্দর ইউনিয়ন যুব সংহিতর সাধারন সম্পাদক ফরিদ হোসেন  রফিকুল ইসলাম সেলিম জুলহাস, সোহেল, মাসুদ রানা,ফয়সাল জহিরুল ইসলাম জলক, আনিস, রাজু, মনির হোসেন, সুমন,আরিফ, ফয়সাল সিফাত,ইফতি,অলক  প্রমূখবৃন্দরা 

কোন মন্তব্য নেই:

 

Top