ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

পূনরায় বন্দর ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই ওয়ার্ডবাসী

জাগো বন্দর ২৪.নিউজ বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহম্মেদ  ইমনকে এলাকার গণ্যমান্য ব্যাক্তিব্গ্ ও যুবকদের  পূর্নরায় মেম্বার হিসেবে  সমর্থনে এক উঠান বৈঠক দোয়া ও মিলাদ আয়োজন করা হয় 


 বুধবার (২০ অক্টোবর) বাদ আসরের পর  বন্দর দক্ষিণ কলাবাগ এলাকায় হাজ্বী বারেক  এর সভাপতিত্বে উক্ত 
অনুষ্ঠানে শফিকুল ইসলামের সঞ্চালনে যুবকদের এবং স্স্থানীয় গণ্যমান্য  ব্যাক্তিব্গদের  এর উদ্যোগে  আলোচনা সভা  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 


এ সময়ে যুবকদের এবং স্থানীয়এলাকার মুরব্বিদের পূর্ন 
 সমর্থনে সভায়  সবার মাঋে বক্তব্য রাখেন বন্দর ইউপি  ১নং ওয়ার্ডের   বর্তমান মেম্বার সাব্বির আহম্মেদ ইমন বলেন আমি আপনাদের সবসময় দোয়া ও প্রত্যাশা কামনা করি আমি আপনাদের পাশে পেতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে সামনে এগিয়ে  
নিতে  পূনরায় আমাকে মেম্বার হিসেবে বন্দর ইউপি ১নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিতে  আপনাদের সহযোগিতা কামনা করি সবসময়ে। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন, রমজান আলী,  জসিম উদ্দিন, মোঃ আলাউদ্দিন, মোঃ ইসরাফিল
রাজু, বাবু মাস্টার, সহ  আরও প্রমূখবৃন্দরা। 





কোন মন্তব্য নেই:

 

Top