রবিবার ২৪ অক্টোবার ৪ নং ওয়ার্ড কৃতক কল্যান্দী দীঘির পাড় কাশেম সরকারের বাড়ী সামনে বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমান এর সভাপতিত্ব ১নং নয়ানগর পঞ্চায়েত কমিটির অংসগ্রহনে উঠান বৈঠক আয়োজন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার প্রধান অতিথি হিসেবে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ দু, দু বারের সফল বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান বক্তব্য রেখে বলেন আমরা হুমকি দুমকি কে ভয় পায়নাই আমরা কলাগাছিয়া
ইউনিয়ন বাসী জানে গ্যাস কে কেটেছে যাতে গ্যাসের লোভ দেখিয়ে আপনি সবার থেকে ভোট হাতিয়ে নিতে পারেন তিনি আরও সকলের উদেশ্য করে বলেন আরও বলেন আপনি উঠান বৈঠক না করার জন্য ধমকি দেন যাতে উঠান বৈঠক না করি আপনাকে অনেক সম্মান করি মৃত্যুর আগ পর্যন্ত করব দয়াকরে আপনি এইরকম কথা বলে মানুষ মাঋে ভয় দেখাবেন না আপনার আগামী ১১ তারিখ নির্বাচনে শক্ত অবস্থায় থাকবেন সারাদিন ভোট যাবে লাঙ্গল সেই প্রতস্রুতি কামনা করি আমি কলাগাছিয়া ইউনিয়ন বাসীর কাছে আমি আওয়ামী লীগ বিএনপি জামায়াত, জাতীয় পার্টি করিনা
আমি দেলোয়ার জনগণের উন্নয়ন করার জন্য সবসময়
এই প্রতিস্রুতি নিয়ে দু বারের চেয়ারম্যান দায়িত্ব পাল করেছি আপনাদের কাছে এতটুকু আমি আশাবাদী করি ১১ তারিখ নির্বাচনে আমি আমার বাকি কাজগুলো অব্যহত রেখে আবার আমাকে কলগাছিয়া ইউনিয়ন কে রোল মডেল হিসেবে দেখতে আমাকে পূনরায় নি্বাচিত করবে আমি এতটুকু আশাবাদী আমার ইউনিয়ন বাসীর কাছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন দেলোয়ার হোসেন প্রধান বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় যুব সংহিতর নারায়ণগঞ্জ জেলা র আহব্বায়ক রিপন ভাওয়াল বন্দর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার সহ প্রমূখ বৃন্দ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন