জাগো বন্দর ২৪.নিউজ আমরা কোনো অপশক্তি কে ভয় পায়না -চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান
শনিবার ২৩ অক্টোবর ৫ নং ওয়ার্ড কৃতক জিওধরা দেওয়ান বাড়ী সাবেক মেম্বার হাকিম উদ্দিনের সভাপতিত্বে বন্দর কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দু, দু বারের সফল বর্তমান চেয়ারম্যান হাজ্বী দেলোয়ার হোসেন প্রধান প্রধানের নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ দু, দু বারের সফল বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান বক্তব্য রেখে বলেন আমরা হুমকি দুমকি কে ভয় পায়নাই আমরা কলাগাছিয়া
ইউনিয়ন বাসী জানে গ্যাস কে কেটেছে যাতে গ্যাসের লোভ দেখিয়ে আপনি সবার থেকে ভোট হাতিয়ে নিতে পারেন তিনি আরও সকলের উদেশ্য করে বলেন আপনার আগামী ১১ তারিখ নির্বাচনে শক্ত অবস্থায় থাকবেন সারাদিন ভোট যাবে লাঙ্গল সেই প্রতস্রুতি কামনা করি আমার কলাগাছিয়া ইউনিয়ন বাসীর কাছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজ্বী শাজাহানপ্রধান।
সার্বিক সহযোগিতায় ছিলে মোতালিব সহ প্রমূখবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন