ads

Responsive Advertisement
LATEST UPDATES

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

গাঁজার নৌকা তাল গাছে উঠতে পারবে না----সাংসদ সেলিম ওসমান

জাগো বন্দর ২৪.নিউজ গাঁজার নৌকা তাল গাছে উঠতে পারবে না----সাংসদ সেলিম ওসমান


বন্দর প্রতিনিধি - লুটেরাকে চেয়ারম্যান বানানো যাবে না । গাজাঁর নৌকা কখনো তাল গাছের উপরে উঠবে না । একজন সংসদ সদস্য হিসেবে আমি নির্বাচন নিয়ে কারো পক্ষে কথা বলতে পারি না । তবুও আমি উন্নয়নে স্বার্থে বলছি, পুরনো ৭ জন চেয়ারম্যানকেই আমার লাগবে। তাদের নিয়েই  আমি আগামীর কাজ গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব ।  কারো হুংকার আমার দরকার নাই ।  আমি মানুষের ভালোবাসা চাই । প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গিকার ব্যক্ত করে  নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেন, শেখ হাসিনার সঠিক নির্দেশনায় ও বিচক্ষণ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ।  তার নেতৃত্বেই বাংলাদেশকে প্রথম আয়ের দেশে রূপান্তরিত করবো । তিনি আরও বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জে আমার ব্যক্তিগত তহবিল থেকে ৭টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি । ২৮ অক্টোবর বৃহস্পতিবার নিজস্ব তহবিল থেকে ৫ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বন্দরের  নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নাসরিন ওসমান ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান   আতাউর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরাত ই খুদা, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান, এহসানউদ্দিন আহমেদ, মাকসুদ হোসেন, মাসুম আহমেদ, গাজী এম এ সালাম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

 

Top