ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা পদপ্রার্থী মোঃ মোক্তার হোসেন কে চাই বন্দর ইউপি বাসী


জাগো বন্দর ২৪.নিউজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত  নৌকা পদপ্রার্থী চেয়ারম্যান মুক্তার হোসেন কে চাই বন্দর ইউপি পরিষদের ইউনিয়ন বাসী 


আসন্ন বন্দর ইউপি পরিষদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত পদপ্রার্থী নৌকা মোক্তার হোসেন কে দেখতে চাই ইউনিয়ন বাসী। 

নৌকা পদপ্রার্থী মোঃ মুক্তার হোসেন গণমাধ্যম কে বলেন স্বাধীনতা নৌকা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নৌকা 
আমি আমার দলকে ভালো বেসে আগামী ১১ তারিখ নির্বাচনে নৌকা কে জয়যুক্ত করে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ছোয়া বন্দর ইউপি পরিষদের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিয়ে বন্দর ইউপি পরিষদ কে উন্নয়নের রোল মডেল হিসেবে উপহার দিতে চাই। 

তিনি আরও বলেন জনগণ নুতুন মুখ চায় তাই সকলের দোয়া ও  প্রত্যাশা কামনা করে আগামী ১১ তারিখ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা কে বিপুল ভোটে জয়যুক্ত করে আরও শক্তি শালী করে তুলতে উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে নৌকা ভোট দিন

কোন মন্তব্য নেই:

 

Top