ads

Responsive Advertisement
LATEST UPDATES

সোমবার, ১ নভেম্বর, ২০২১

আমরা আঙ্গুল চুষবো না, ধরলে কিন্তু ছাড়বোনা- কাজীম উদ্দিন প্রধান

 জাগো বন্দর ২৪.নিউজ কিভাবে হবে, কেমনে হবে আমি সব ঠিক করে রেখেছি। আপনারা কিন্তু  ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। ভয় পাওয়ার কিছুই নাই। আমি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হতে চাই। কারন দশ বছর দেলোয়ার প্রধান চেয়ারম্যান অনেক করেছে তার সাথে ভোটের লড়াইয়ে বিজয়ী হতে চাই।
 রোববার ( ৩১ অক্টোবর ) বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছনখোলা পঞ্চায়েত কমিটির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কলাগাছিয়া ইউনিয়ন চোয়ারম্যান পদপ্রর্ধী কাজিম উদ্দিন প্রধান এসব কথা বলেন। এর আগে কলাগাছিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছনখোলা, মুখুলদী নয়ানগর  এলাকায় কাজিম উদ্দিন প্রধান ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে তিনটি নির্বাচনীয় ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। এসময়ে কাজিম উদ্দিন প্রধানের কর্মী ও সমর্থকরা নৌকার ফুলেল তোড়া উপহার দেন। 
তিনি আরও বলেন,  নির্বাচনের দিন কোন কিছুর করার চেষ্টা করলে কিন্তু ছাড় দেওয়া হবে না। 

আপনি নির্বাচনের দিন এই করে ওই করে ভোট নিয়ে যাবেন তাহলে কি আমরা আঙ্গুল। আর কিন্তু ছাড় দিবো না, ধরলে কিন্তু ছাড়বো না। আমি যেখানে উঠান বৈঠকে গেলে জনসভা হয়ে যায়। কলাগাছিয়া ইউনিয়নবাসী পরিবর্তন চায়। ইনশাল্লাহ আগামী ১১ নভেম্বর নির্বাচনের মাধ্যমেই কলাগাছিয়া ইউনিয়নবাসীর স্বপ্ন পূরণ হবে।

কোন মন্তব্য নেই:

 

Top