জাগো বন্দর ২৪.নিউজ উন্নয়নের মহাসাগরে ভাসছে নাসিকের ২৪ নং ওয়ার্ড বক্তারকান্দি এলাকা
বন্দর প্রতিনিধি -নারায়ণগঞ্জ সিটি করর্পোরশনের ২৪ নং ওয়ার্ডস্থ বক্তারকান্দি এলাকার ৪০ টি বাড়ির প্রায় ২০০ মানুষ ৯ বছর জাবত পানি বন্দি অবস্থায় মানবেতর জীবন জাপন করছে, এযেনো বিনা অপরাধে জেল খাটছেে বক্তারকান্দি এলাকা বাসী ।
আসন্ন ৩য় দফা নাসিক নির্বাচনের ২৪ নং ওয়ার্ড তরুণ কাউন্সিলর পদপ্রার্থী মোঃ উজ্জল হোসেন নির্বাচনি পচারে বক্তারকান্দি ওয়ারকিং এর সময় স্বরজমিনে হাটু পানিতে নেমে নির্বাচনি প্রচারনা করেন । এবং বক্তারকান্দি এলাকাবাসীর সাথে কথাবলে জানতে পারেন তাদের পানি বন্দির কাহিনী ।
ভুক্তভোগীরা জানায়, আমাদের ঘরের ভিতরে হাটু পানি, আমাদের উঠনে হাটু পানি, রান্নাঘরে পানি, কয়দিন আগে এক ধুদের শিশু খাট থেকে পানিতে পড়েগেছে । আমরা কি নাসিক ২৪ নং ওয়র্ডের বাহিরের লোক ? আমরা বক্তার কান্দি এলাকাবাসী সিটি পরর্পোরেসনকে ট্রেক্স বা কর দেই না ? আমরা কি নাসিক সিটি করর্পোরেসনের বাসীন্দা না ? তাহলে আমারা কেনো নাগরিক সুযোগ সুবিদা পাই না । নির্বাচনের সময় ঘনীয়ে আসলে এক একজন পা ধরে সালম করে ভোট চায়, আর মিথ্যর ফুলঝড়ি ছরিয়ে য়ায়, নির্বাচনের পর তাদের আর দেখা যায় না ।
নাসিক তরুণ কাউন্সিলর পদ প্রার্থী মোঃ উজ্জল হোসেন বলেন, আমি কাউন্সিলর নির্বাচন করি বা নাকরি নির্বাচনের আগে ড্রেন করে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করে ২৪ নং ওয়ার্ড বক্তারকান্দি এলাকাবাসীদের পানি বন্দি জীবন থেকে মুক্ত করার চেষ্টা করবো ইংশাআল্লাহ । আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন ।
পানি বন্দি ভুক্তভুগীরা তরুণ কাউন্সিলর পদপ্রর্থী মোঃ উজ্জল হোসেনকে বলেন, আমরা জানি আপনি পারবেন, কারণ আপনি অসহায় মানুষদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন,গরীব দুখিদের সাহায্য করার চেষ্টা করেন মানুষের বিপদে এগিয়ে আসেন । মহামারি করোনার সময় কোন জনপ্রতিনিধি না হয়েও আপনি গরীব দুখি অসহায় মানুষদের ঘরে ঘরে রাতের আধাঁরে খাবার দিয়েছেন । আল্লাহ আপনার সহায় হউক, আল্লাহর কাছে আপনার জন্য এই দোয়া করি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন