ads

Responsive Advertisement
LATEST UPDATES

বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বন্দর বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেপ্তার ১০



 জাগো বন্দর ২৪.নিউজ বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১০ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পলাতক আসামীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার জজ মিয়ার ছেলে ইসলাম (৪৫) একই ইউনিয়নের চাঁনপুর এলাকার সামছুদ্দিন ওরফে জামাল মিয়ার ছেলে নূর নবী (৩০) ঘারমোড়া কোনাপাড়া এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে মোশারফ হোসেন (৪০) পুরান বন্দর কাজিবাড়ি এলাকার বাহাউদ্দিন মিয়ার ছেলে সোহেল ৯৩৫) সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আব্দুর রহমান মিয়ার চেলে বদিউজ্জামান ওরফে জজ মিয়া (৪৯) বন্দর শাহী মসজিদ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে মোস্তফা ওরফে মস্তু (৩৫) বন্দর তুমরদী এলাকার আবুল কালাম মিয়ার স্ত্রী নাহার বেগম (৪২) ও তার ছেলে সিয়াম (১৮) বন্দর শাহীমসজিদ এরাকার আলাউদ্দিন মিয়ার ছেলে আরমান (২৫) মদনগঞ্জ লক্ষারচর এলিরোড এলাকার নুরুজ্জামান মিযার ছেলে শেখ সাদী ওরফে বাবু (৩০)।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

 

Top