ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

আসন্ন বন্দর ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তাহাজ্জুদ ইসলাম এর পক্ষ থেকে নির্বাচনীয় সালাম গ্রহণ করুন



জাগো বন্দর ২৪.নিউজ  আগামী ২ নবেম্বর  নির্বাচন কে সামনে রেখে  ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ তাহাজ্জুদ ইসলাম পক্ষ থেকে নির্বাচনীয় সালাম জানান বন্দর ইউপি পরিষদের ২ নং ওয়ার্ড বাসীকে 



জাগো বন্দর ২৪ নিউজ কে জানান ২ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী তাহাজ্জুদ ইসলাম বলেন আমি  আমার চাহিদা বলবোনা কারন আমি আমার জন্য নির্বাচন করছিনা
আমি অনেক দিন যাবত মানুষের সুখে বিপদে আপদে ছিলাম এখনও আছি। ইনশাল্লাহ সব সময় থাকার চেষ্টা করি এবং করবো।
আমি খুবই সাধারণ একজন মানুষ সবাই কে বিশ্বাস করি এটাই আমার সাধারণ পলিসি। আমি সারা জীবন এই নীতি বা পলিসি নিয়ে বাঁচতে চাই। ছোট বড় সবাই আমার আপনজন। আমার ভাই।

বন্দর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের জনগণই আমাকে পছন্দ করেছে।  আমি তাদের আগ্রহের কেন্দ্র বিন্দু আমি, আমি নিজেকে জনগণের খাদেম মনে করি।আমি একজন স্বেচ্ছাসেবক। সেজন্য জনগণরাই আমাকে মেম্বার পদ  প্রাথী হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনে বন্দর ইউনিয়ন ২নং ওয়ার্ডে মেম্বার  পদ প্রার্থী হিসেবে দেখতে চাই 

নির্বাচন প্রসঙ্গে বন্দর ইউনিয়ন পরিষদের  ২নং ওয়ার্ড মেম্বার পদ প্রার্থী তিনি  আরও বলেন
,আমি ঈমানী দায়িত্ব মনে করি মানুষের সেবা করাকে। মানুষের সেবা করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।
২নং ওয়ার্ডকে একটি মডেল ও আদশ্ ওয়ার্ড হিসেবে ওয়াডবাসীর সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলব। সমস্ত উন্নয়নমুলক কাজে জনগণের মতামত নিয়ে কাজ করব।
২নং  ওয়াডের ময়লা অপসারণ, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং ব্যবস্থা, বিশুদ্ধ পানির অভাব, মাদক নিয়ে ব্যাপক কাজ করব।
তিনি বলেন, আমি মাদক নির্মূলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীর স্থান হবেনা। আমার ওয়ার্ডবাসী যেন শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে পারে আমি সেই লক্ষ্যে সবসময় কাজ করব।
মানুষ বেঁচে থাকে কর্মে। আমি জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে তাদের কল্যাণে নিয়োজিত থেকে উন্নয়ন কাজ করব।

করণা মহামারী সময় কালে ২নং ওয়ার্ডে পদপ্রার্থী মোঃ তাহাজ্জুদ   হোসেন অসহায় গরীব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এছাড়াও ঈদ উৎসবে তিনি অসহায় গরীব দুস্থ মানুষের খোজ খবর নিয়েছেন। আমি মানুষের পাশে থাকতে চাই তাদের ভালোবাসা পেতে চাই। তাদের সেবা করে আমার জীবন কাটিয়ে দিতে চাই।

আমার প্রাণপ্রিয় ২নং ওয়ার্ডবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি ২নং   ওয়ার্ড কে একটি আদশ্ ও মডেল ওয়াড হিসেবে উপহার দিব ইনশাআল্লাহ মানুষ টেক্স দিচ্ছে কিন্তু সেবা থেকে যেন বনচিত না হয়
উল্লেখ, শীতলক্ষ্যা নদী বেষ্টিত  পূব পাশে একটি গুরুত্বপূর্ণ বন্দর ইউনিয়ন পরিষদ    
এই ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় ২ হাজারেরও বেশি।

আমি সকলের দোয়া ও প্রত্যাশা কামনা করি আগামীতে আপনাদের ২নং ওয়ার্ড বাসী কে একটি মাদকমুক্ত মুক্ত 
ওয়ার্ড হিসেবে উপহার দিতে পারি 
নির্বাচন কমিশনার ঘোষণা অনুযায়ী আগামী ২  রা নবেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিড়ে শুরু হয়েছে 
ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও মেম্বার পদপ্রার্থী প্রচার প্রচারোনা শুরু হয়েছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উৎসব মুখ বিরাজ করছে ভোটারদের মাঋে এবং জনপ্রতিনিধিদের আগামী ১ মাস কে সামনে রেখে পদপ্রার্থী মাঠ চুষে বেরে তাদের প্রচার কাজে ব্যাস্ত  সময় কাটছে আগামী নির্বাচন কে ঘিড়ে দিনরাত ভোটারদের কাছে ছুটে বেড়াতে দেখা যাচ্ছে অনেক ভোটারদের বাড়িতে বাড়িতে 

কোন মন্তব্য নেই:

 

Top