ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ৩ অক্টোবর, ২০২১

কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী


জাগো বন্দর ২৪.নিউজ বন্দর প্রতিনিধি: বন্দরে অর্থঋন আদালতের মামলায় সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ইউপি চেয়ারম্যান বহাল ও এবারও নির্বাচনে লড়বে বলে অভিযোগ পাওয়া গেছে। বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান দায়িত্বে বহাল থাকলেও পুলিশের খাতায় সে পলাতক রয়েছে। জানা গেছে, বন্দরের কলাগাছিয়া মাধবপাশা এলাকার হারেজ আলী প্রধানের ছেলে বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ব্যবস্থাপনা পরিচালক মেসার্স ঈশা টেক্সটাইল  সোয়েটার) লি:। সে তার প্রতিষ্ঠানের নামে কিছু জায়গা অগ্রনী ব্যাংকে কাছে বন্ধক রেখে ২৫ কোটি টাকা ঋণ নেয়। সময়মত ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন প্রধান পরিচালক তার স্ত্রী হাসনা আক্তার ও পরিচালক তার ভাতিজা মার্জানুর রহমান মিজানের বিরুদ্ধে ঋন খেলাপি মামলা করে। মামলা নং ৪৩০/১৭। ২৫,৪৫,৭৩,১০১ টাকা সুদে আসলে দাড়ায় ৩৬,৮০,৬৮,৭০০ টাকা। আর যে জমি বন্ধক রাখা হয় তা নিলামে বিক্রি করে ৯,৪১,৯৬,৮৯১ টাকা আদায় করে। বাকি ২৭,৩৮,৭১,৮০৯ টাকা জন্য মামলা চলমান থাকে। পরে আদালত এ মামলায় অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে ৬ মাসের সাঁজা প্রদানসহ গ্রেফতারি পরোয়ানা জারি করে। মাথায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে দিব্বি ঘুরে বেড়াচ্ছে। এদিকে পুলিশের তালিকায় সে পলাতক আসামী। এত কোটি টাকা ঋণ খেলাপি থাকার পরও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আসন্ন ইউপি নির্বাচনে পূনরায় প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। নির্বাচনে প্রার্থী হওয়ার আশায় সে বিভিন্ন স্থানে প্রচার প্রচারনা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান বলেন, ব্যাংক সংক্রান্ত আমার একটি মামলা রয়েছে। তবে এ মামলায় আমার বিরুদ্ধে সাঁজার রায় হয়েছে তা আমার জানা নেই। গত মাসে আমি অগ্রনী ব্যাংককে সুদ মৌকুফের দরখাস্ত করি এবং ডাউন প্রেমেন্ট দিয়ে সবকিছু ক্লিয়ার করে নিয়েছি। আমার কাছে কাগজ আছে। এ রায়ের ব্যপারে সিনিয়র এডভোকেট শাহ আলী মো: পিন্টু খান বলেন, অভিযুক্ত ব্যাক্তিকে উচ্চ আদালতে এ মামলার বিষয়ে আপীল করতে হবে। আপীল বিভাগ এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।

কোন মন্তব্য নেই:

 

Top