বন্দর প্রতিনিধি // বন্দরের একরামপুর চিল্লাশাহ্ এলাকায় নির্বাচনী উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাসিক ২৩ নং ওর্য়াডের দুই বারের নির্বাচিত কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে। আমি আপনাদের এলাকার সন্তান। যুগ যুগ ধরে আপনারা আমাদের পরিবারকে ঋনী করে যাচ্ছেন। দুই বার ভোট দিয়ে আমাকে নাসিক কাউন্সিলর অর্থাৎ আপনাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন। নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার হয়েছিল আমার মরহুম পিতা আব্দুল বারক কমিশনার। পিতার পর আমাকে ২ বার কাউন্সিলর নির্বাচিত করেছেন। আপনাদের খাদেম বানিয়েছেন। কতটুকু খাদেমের দায়িত্ব পালন করতে পেরেছি তা জানি না। অতীতে যতটুকু ভুল ছিল তা ধরিয়ে দিয়ে আগামীতে আপনাদের সেবা করার সুযোগ দিবেন বলে আশাবাদী। একরামপুর চিল্লাশরীফ এলাকার মোঃ ইসলাম মিয়ার সভাপতিত্বে শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মোঃ সাহা, মোঃ আলী, মোঃ আকবর, হাজী শফিউদ্দিন, মোতালেব, মোতালেব পাটোয়ারী, হাবিবুর রহমান, মোঃ আবু, সাঈদ মাতবর, মজিবুর রহমান, ইয়াসিন প্রধান, হাজী আলমগীর।
ইমরান মাতবরের পরিচালনায় কাউন্সিলর দুলাল প্রধান বলেন, আমি ২৩ নং ওর্য়াডকে আমার মনের মত করে সাজাতে চাই। ওর্য়াডের কাজ এখনো বাকি আছে। উন্নয়ন মূলক কাজ শুধু না, ওর্য়াডের সার্বিক ইভটিজিং, মাদক, পঞ্চায়েত ভিত্তিক বিচার ব্যবস্থা, আইনের প্রয়োগসহ রাজনৈতিক ভাবে সমাজকে কুলশিত হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে। নারায়নগঞ্জের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান প্রভাবশালী সাংসদ শামীম ওসমান, সেলিম ওসমানের জন্য দোয়া প্রার্থনা করেন। এবং ওসমান পরিবারের প্রয়াতদের রুহুের মাগফেরাত কামনা করেন। একরামপুর চিল্লা শরীফ এলাকায় কাউন্সিলর দুলাল প্রধানের নির্বাচনী ক্যাম্প প্রথম উদ্বোধন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে কাউন্সিলর দুলাল প্রধান নির্বাচনী জনসংযোগ করেন। এ সময় আওয়ামীলীগ নেতা এস এ রানা, মনা সাহ, কামাল হোসেন, আরফাত কবির ফাহিম, অনিক তালুকদার অপুসহ এলাকার সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন