ads

Responsive Advertisement
LATEST UPDATES

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

বন্দরে ওরশের নামে ভন্ডপীর হাবিবুর রহমান কে সিজদা.

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে ওরশের নামে ভন্ডামী সিজদা।


 বন্দর প্রতিনিধি  -সেজদার মালিক একমাত্র আল্লাহ তাআলা
তিনি ছাড়া আর কাউকে সেজদা করা জায়েয নেই। তা জেনেও বন্দরের সেলসারদী এলাকায় হাবিবুর রহমান নামে এক ভন্ডপীরকে প্রকাশ্যে সেজদা করছে ভক্তরা।
 এখানে চলছে ধর্মের নামে নারী পুরুষের অবাধ 
মেলামেশা। ভন্ডপীরকে সেজদা করে ধর্মকে করছে কুলশিত। জানা গেছে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের
সেলসারদি এলাকায় অবস্থিত গাউছিয়া দরবার শরীফ মাজার। আর এ 
মাজারে ওরুশের নামে চলছে ভন্ডামী। এই মাজারের পীর হচ্ছে শাহসূফী মাওঃ সৈয়দ হাবিবুর রহমান আল হাসানী আল কাদেরসরেজমিন গিয়ে দেখা যায়সেলসারদি এলাকায় অবস্থিত গাউছিয়া দরবার শরীফ মাজারে একশ্রেনী মাজার পূজারী ও ভক্তরা দূর-
দূরান্ত থেকে এসে শ্রদ্ধার নামে পীরকে সেজদা করছে। তিনি একটি চেয়ারের উপর বসে আছেন আর তার মুরিদরা এসে তাকে সেজদা 
করছে। আবার অনেকেই সেজদায় মাজারে লুটিয়ে পড়ছে। সেখানে 
মহিলাদের সমাগমও বেশ ভাল, বসেছে মেলাও। এখানেপ্রতি বছর ওরুশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরুশের নামে ভন্ডামী বন্ধ করার জন্য স্থানীয় 
জনপ্রতিনিধি সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেনস্থানীয় সচেতন মহল। কলাগাছিয়া ইউপি ৫নং ওয়ার্ডে সদ্য নব
নির্বাচিত মেম্বার মুকবুল হোসেন জানান, আগামীকাল স্থানীয় ভাবে আমরা পঞ্চায়েত কমিটির সবাইকে নিয়ে বসবো। আমরা সকলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এব্যপারে বন্দর থানার 
অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা'র জানান, ওরুশেরনামে মেলার কোন অনুমোদন দেয়া হয়নি, আমার দ্রুত ব্যবস্থাগ্রহণকরবো


কোন মন্তব্য নেই:

 

Top