বন্দর প্রতিনিধি-বন্দর ইউনিয়ন পরিষদের ২নং
ওর্য়াড মেম্বার পদপ্রার্থী তাহাজ্জুদ ইসলাম তালা প্রতীকে ভোট প্রার্থনা করে গনমিছিল করেছে। ৫ নভেম্বর (শুক্রবার) বিকালে মেম্বার প্রার্থী তাহাজ্জুদ ইশলামের "তালা প্রতীকের পক্ষে গন মিছিলে নের্তৃত্ব দেন ২নং ওয়ার্ডের হাজার হাজার সমর্থক গনমিছিলে যোগদান করেন। এ সময়ে স্লগানে মেম্বার হবে তরুন উন্নয়ন হবে দারুন। বিগত সময় থেকে ২নং ওর্য়াডে একজন ভাল মেন্বার খুজেছি তাহাজ্জুদ শিক্ষিত ও তরুণ । তাই তাহাজ্জুদ কে নির্বাচনের জন্য আমরা সকলে প্রার্থী করেছি। ১১ তারিখে আপনারা ভোট দিয়ে বিজয়ী করেন আমি ১ হাজার টাকার বিনিময়ে আপনাদের আমানত ভোট বিক্রি করলে বছরের পর বছর বলে থাকে টাকা দিলে ভোট পাওয়া যায়। জনগনের কাছে গিয়ে কি করবো। টাকা নিয়ে ভোট দিলে আপনাদের নিজের সাথে বেঈমানি করবেন। ৫ বছর ১৮২৫ দিন। ১ হাজার টাকা নিয়ে ভোট দিলে প্রতিদিন ৫৪ পয়সা করে পড়ে। টাকার বিনিময়ে আপনাদের আমানত ভোট বিক্রি করলে বছরের পর বছর তাকে আর খুঁজে পাবেন না। যেকোন প্রার্থী টাকা নিয়ে আসলে ৯৯৯ নাম্বারে ফোন দিবেন।
একইভাবে ব্যবস্থা নিবেন। ১ দিনের টাকার চেয়ে ৫ বছরের সুবিধা ভাল। তাহাজ্জুদ ইসলাম ইতিমধ্যে ভোটারদের কাছে গিয়ে অনেকটা মন জয় করতে সক্ষম হয়েছে।
এ সময় তাহাজ্জুদ ইসলাম বলেন, আসলে বক্তব্য দেয়ার মতো কিছু নেই। আমার ওয়ার্ডের জনগন যেভাবে আমার ডাকে সাড়া দিয়ে এসেছে এবং আমি আজ তাদের মাঝে যে ভালবাসা পেয়েছি আমি সারাজীবন তাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো।
তাদের এই ঋণ আমি কোনদিনও শোধ করতে পারবো না। আমার ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থান থেকে মানুষ যেভাবে আমার প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠানে ঝাপিয়ে পড়েছে আমি তাদের কাছে চির ঋণি হয়ে রইলাম। এই পাচঁ বছর আমাকে তালা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান হিসেবে মেনে নিন। উন্নয়নের মডেল করবো ২ নং ওর্য়াডকে।
করোনা থেকে শুরু করে এই পর্যন্ত গরীব দুঃখী মানুষের পাশে সাধ্যমত দাঁড়িয়েছি এবং সেবা ও সাহায্য সহযোগিতা করেছি। ২ টি ঈদে, করোনা মহামারতে নিজ উদ্যেগ, ।
জানান, এই পাঁচ বছরে আমি মাদক নিমূলে যথেষ্ঠ সোচ্চার থাকবো। এই নির্বাচনে জয়লাভ করে আমি আমার ওয়ার্ড থেকে মাদক চিরতরে নির্মূল করবো, ইনশাল্লাহ। ২নং ওয়ার্ডের কিছু প্রভাবশালী ব্যক্তির ছেলেরা এই মাদক বিক্রেতাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকে। তাদের বিরুদ্ধেও আমরা এলাকাবাসীকে নিয়ে ব্যবস্থা নেবো আমি আমার সেই প্রতিতিস্রুতি রেখে আমি কথায় না আপনাদের মাঋে কাজে বিশ্শসী হতে চাই সকলের দোয়া প্রত্যাশা কামনা করে আগামী বৃহস্পতিবার ১১তারিখে আপনার মূল্যবান ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন