ads

Responsive Advertisement
LATEST UPDATES

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

আমি জনগনের ভোট ছাড়া নির্বাচিত হতে চাই না -কাজিম উদ্দিন প্রধান

জাগো বন্দর ২৪.নিউজ আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে, আপনাদের সেবা করতে চাই                                



৫ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টায় বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় আসন্ন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে, আপনাদের সেবা করতে চাই। এখন কলাগাছিয়া ইউনিয়ন'র জনগণ জেগেছে, আপনারা চোখ-কান খোলা রাখবেন, আমি জয়ী হই বা না হই আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। তবে এটুকু বলতে চাই, গত নির্বাচনে যেভাবে ভোট নেয়া হয়েছে। সেদিন ভুলে যান। জোর জুলুম করে ভোট কেন্দ্র দখল করা, এটি আর হবে না। এই চিন্তা বাদ দেন। আমি ক্ষমতাসীন দলের কর্মী হয়েও আমি জনগনের ভোট ছাড়া নির্বাচিত হতে চাই না। আপনারা ভোট দিলে অবশ্যই আমি নির্বাচিত হবো। সন্ত্রাসী আর জোর জুলুম করে ভোট নেয়ার দিন শেষ। জনগন এখন সোচ্চার। কাউকে ছাড় দেয়া হবে না। ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি। জনগনতো আপনাকে চিনে ফেলেছে। তারা আর আপনাকে চায় না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগনের ভোটের মাধ্যমে নৌকার বিজয় হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।  কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাইন উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম'র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
     উক্ত জনসভায়টি কলাগাছিয়া ইউনিয়ন'র ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ স্থানীয় জনগনের সতঃস্ফুর্ত অংশগ্রহনে জনসমুদ্রে পরিনত হয়।

কোন মন্তব্য নেই:

 

Top