বন্দর কলাগাছিয়া ইউনিয়ন এর নয়ানগর এলাকায় দিন দুপুরে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ২২ শে মার্চ দুপুর আনুমানিক ১২টার সময় বন্দর রুস্তমপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র দুবাইপ্রবাসী ওমর ফারুক ব্যাবসায়ীক উদ্দেশ্য তিন লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রিকশাযোগে কল্যান্দী নয়ানগর শাহীন এর দোকানের সামনে পৌঁছলে আগে থেকে ওৎপেতে থাকা নয়ানগর এলাকার সোহরাব উদ্দিন এর পুত্র চিহ্নিত সন্ত্রাসী লাভলু (৪০)ও রুস্তমপুর এলাকার নুর মোহাম্মদ এর পুত্র জিয়াবুর জিয়া (৩৫) প্রবাসী ওমর ফারুককে রিক্সাথেকে নামিয়ে বেদম প্রহার করে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফুলা জখম করে। এক পর্যায়ে সন্ত্রাসী লাভলু ধারালো সুইচগিয়ার চাকু দিয়ে প্রবাসী ওমর ফারুককে হত্যার উদ্দেশ্যে পায়ে পাড় দিয়ে রক্তাক্ত জখম করে এবং সাথে ওমর ফারুকের সাথে থাকা তিন লক্ষ টাকা ও গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আহত প্রবাসী ওমর ফারুকের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়,পরে প্রবাসী ওমর ফারুককে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য যে সন্ত্রাসী লাভলু ও জিয়ার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মামলা,অভিযোগ ও জিডি রয়েছে।তারা বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের শেল্টারে কল্যান্দী, নয়ানগর, আদমপুর, রুস্তমপুর, জিওধরা, সেলসারদি, সাবদী এলাকায় দীর্ঘদিন যাবৎ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এই ঘটনায় সন্ত্রাসী লাভলু ও জিয়াকে আসামি করে প্রবাসী ওমর ফারুক বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন