২৬ মার্চ, সকাল ১০.৩০ মিনিটে নারায়নগঞ্জের বন্দর উপজেলার হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ে মো.হেলাল উদ্দিন (প্রধান শিক্ষক ও সম্পাদক) সভাপতিত্বে ২৬ মার্চ স্বধীনতা ও বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান, আলোচনা সভা ও পুরষ্কার বিতিরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আমরা নামের প্রথমে বীর মুক্তিযোদ্ধা ক্ষেতি লাগাতে পারি একমাএ
ববঙ্গবন্ধুরই অবধান। তিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশ স্বাধীন হতো না, আমরা পেতাম না স্বাধীন রাষ্ট্র।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি : মো.গোলাম মোস্তফা (বিএসসি) বীরমুক্তিযোদ্বা ও বন্দর থানা আওয়ামীলীগ নেতা)
বিশেষ অতিথি : মো.নাজিম উদ্দিন,( বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়),মো.নজরুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা), হাজী আসাবউদ্দিন আশু (অভিভাবক সদস্য, পরিচালনা পর্ষদ), মো.জাকির হোসেন (অভিভাবক সদস্য, পরিচালনা পর্ষদ),মো.নাছির উদ্দিন (অভিভাবক সদস্য, পরিচালনা পর্ষদ),মোজাম্মেল হক, (অভিভাবক সদস্য, পরিচালনা পর্ষদ),হাজী. আব্দুস সামাদ (কো-অপ্ট সদস্য, পরিচালনা পর্ষদ), সীমা সুলতানা (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, পরিচালনা পর্ষদ),মো.আবদুল আউয়াল খোকন (শিক্ষক প্রতিনিধি), গৌরী মন্ডল (শিক্ষক প্রতিনিধি) আল-আমিন জনি ( শিক্ষক প্রতিনিধি )

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন