ads

Responsive Advertisement
LATEST UPDATES

রবিবার, ২৭ মার্চ, ২০২২

জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার পারভীন ওসমানের স্বাধীনতা দিবশে কর্মসূচিতে মাহামুদুল্লাহ সরকারের যোগদান

জাগো বন্দর ২৪.নিউজ জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার পারভীন ওসমানের নেতৃত্বে স্বাধীনতা দিবশে মাহামুদ্দুল্লাহ সরকারের যোগদান 


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান ২৬ মার্চ স্বাধীনতা  দিবস উপলক্ষে এক কর্মসূচিতে নারায়ণগঞ্জ বন্দর থেকে মাহামুদ্দুল্লাহ সরকারের নেতৃত্ব মিছিলে যোগদান করেন।


এ সময় পারভীন ওসমান বলেন,  আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ভালোবাসার নজির দেখিয়েছেন তা আমার নারায়ণগঞ্জবাসী ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীকেও কৃতজ্ঞতা জানাই।  আগামীতেও আমার প্রয়াত স্বামী ও নারায়ণগঞ্জবাসীর সপ্ন পূরণে আমি সকলকে নিয়ে কাজ করতে চাই।

এ সময়ে উক্ত সমাবেশ যোগদান করেন  হাজ্বী সোহেল আলামিন, মাহামুদ্দুল্লাহ সরকার সহ প্রমূখ বৃন্দ।

কোন মন্তব্য নেই:

 

Top