ads

Responsive Advertisement
LATEST UPDATES

শুক্রবার, ১১ মার্চ, ২০২২

বন্দরে খালার বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার এক কিশোরী


জাগো বন্দর ২৪.নিউজ  বেড়াতে এসে গণধর্ষণের শিকার এক কিশোরী 

বন্দর প্রতিনিধি বন্দরে খালার বাড়িতে বেড়াতে এসে কিশোরগঞ্জের (১৯) বছরের এক কিশোরী  গনধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার ৩ দিন পর ১০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে একজনের নাম উল্লেখ্য করে ও ৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৪(৩)২২। 
এর আগে  গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় বন্দর থানার হাজীপুরস্থ মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে ওই গনধর্ষণের ঘটনাটি ঘটে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। 

জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সদর থানার কাতিয়ারচর এলাকার (১৯) বছরের এক যুবতী গত ১৫ ফেব্রুয়ারী বন্দরে একরামপুর এলাকাস্থ তার খালার বাড়িতে বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৬ মার্চ দুপুর ১টায় ওই যুবতী ঔষধ আনার জন্য দোকানে যায়। 

পরে দোকানের সামনে দাড়িয়ে থাকা  অজ্ঞাত নামা এক মহিলা বিদেশ যাওয়ার বিষয় নিয়ে অপর আরেক জনের সাথে কথা বলার সময় ওই যুবতী অজ্ঞাত নামা মহিলার কাছ থেকে আদম বেপারী নাম্বার নেয়। পরে ওই যুবতী আদম বেপারী নাম্বারে ফোন দিলে আদম বেপারী তার পরিচয় আলাউদ্দিন নামে জানায়। 


পরে আদম বেপারী আলাউদ্দিন বিদেশের বিষয় নিয়ে কথা বলার জন্য গত ৭ মার্চ সোমবার সন্ধ্যা ৬টায় ওই যুবতীর মোবাইলে ফোন দিয়ে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসতে বলে। আদম বেপারী আলাউদ্দিন মিয়ার কথামতে সরল বিশ^াসে ওই যুবতী সাথে সাথে ফরাজিকান্দা রেললাইন এলাকায় আসে
পরে লম্পট আলাউদ্দিন রিক্সা যোগে গত হাজীপুরস্থ মেরিন ট্রেনিং সেন্টারের পাশে এক ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আলাউদ্দিনসহ আরো ৫ নরপশু ওই যুবতীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। 


এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা বলেন, গনধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা ধর্ষকদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।

কোন মন্তব্য নেই:

 

Top