ads

Responsive Advertisement
LATEST UPDATES

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

বন্দরে গৃহবধূকে অমানবিক নির্যাতন

জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে গৃহবধূকে অমানবিক নির্যাতন পাষন্ড স্বামী আঃরহমানের বিরুদ্ধে



বন্দর প্রতিনিধি -বন্দরে সাবিকুন্নাহার নামের এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী আঃরহমানের বিরুদ্ধে। দীর্ঘদিন পারিবারিক কোলাহের জেরে গত বুধবার (৯ মার্চ)ঐ গৃহবধূকে বেধড়ক মারধর ও তালাক দেয়ার হুমকি ধামকি দেয়। এঘটনায় বন্দর থানায় সাবিকুন্নাহার বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

সাবিকুন্নাহার বন্দর বাগবাড়ি এলাকার ইসমাইল মিয়ার ভাড়াটিয়া মোঃ এজাজ মিয়ার কন্যা। 

পারিবারিক সুত্রে জানায়, আজ হতে প্রায় নয় বছর আগে বন্দর রুপালী এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুর রহমানের সাথে সাবিকুন্নাহারের পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের কিছুদিন পরেই আব্দুর রহমান বিদেশে চলে যায়।  এরই মধ্যে তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। বর্তমানে ঐ কন্যার বয়স ৮বছর।  অভিযোগ উঠে বিদেশে যাওয়ার পর পরই আঃরহমান নানা অপকর্মে লিপ্ত হয়। সেখানে নারী পাঁচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেফতারও হন। এবং সাবিকুন্নাহারের অনুমতি ছাড়াই অন্য একটি বিবাহ করে। পরে স্বামী আঃ রহমান দেশে ফিরে সাবিকুন্নাহারকে সময়ে সময়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে। পরিশেষে গত বুধবার রাতে পারিবারিক এ কোলাহের জেরে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে এতে তার চোখ, নাক ও মুখে মারাত্মক জখম হয়। পরে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহন করে থানায় অভিযোগ দায়ের করেন। তবে এখনো পর্যন্ত ঐ অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোন তৎপরতার হদিস মেলে নি।

কোন মন্তব্য নেই:

 

Top