বন্দর উপজেলা থানাধীন বন্দর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে কলাবাগ এলাকা টি জেন অপরাধসগ্রকম জনমনে বাড়ছে দিন দিন আতংক উঠতি কমবয়সীদের ঘিরে চলছে নানা অপরাধ এতে আতংক মধ্যে বিরাজ করছে ওয়ার্ড বাসীদের মধ্যে স্থানীয়রা জানান রাত যত গভীর হয় ততই ভয়ংকর রূপে পরিণত হয় এরা নানান রকমের অপরাধ ঘিরে ভিবিন্ন রকমের ব্যাবসায়ী বা কর্ম ক্ষেএ থেকে বাসায় ফিরে আসার পথে হাড়াতে হচ্ছে টাকা মোবাইল ছিনতাই মতো প্রতিনিয়ত ঘটনা পথ রোধ করে ধারালো অস্র নিয়ে ছিনত করে এরকম ঘটনার বর্ননা দেন গার্মেন্টসকম্ী ফারুক সাংবাদিকদের বলেন গত ৫ ই ং তারিখ কাজ থেকে একটু দেড়ি হয় বাসায় ফিরতে তখম আনুমানিক ১২টার উপরে বাজে ঠিক তখন বন্দর রেললাইন থেকে মাস্টার দোকান থেকে কিছুটা মানিক এর দোকানে সামনে পৌছালে রাস্তাটি সবসময় অন্ধকার থাকা কারুনে বেশ কয়েকজন ছেলে এসে আমাকে ছোট ছোট ধারালো ছুরি নিয়ে আমাকে পথ রোধ করে তখন আমার পেটর মধ্যে ছুড়ি ঠেকিয়ে আমার ব্যাবহৃত মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় আমার ডাক চিৎকার লোকজন আসলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এছাড়া ও স্থানীয়রা বলেন এদের কিছু বললে বাসায় বাড়িতে রাতে দল-বল নিয়ে এসে ধারালো অস্ত্র নিয়ে এসে হুমকি প্রধান করে চলে আমরা দিন দিন আতংক মধ্যে বাস করছি কখন কি ঘটিয়ে ফেলে তা বলা যায়না আমরা আইন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করি
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যারাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়াস্থ জনৈক খলিল মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে শ্যাওলা কালারের ২টি কটি (জ্যাকেট) যাহার সামনে পিছনে হলুদ রংয়ের স্টিকার দ্বারা ইংরেজিতে ইউ লেখা আছে, ২ জোড়া স্টিলের হ্যান্ডকাপ, ১ জোড়া হ্যান্ডকাপের চাবি, ১টি পুরাতন অকেজো ওয়াকিটকি (ওয়ার্লেস সেট), ১টি কাঠের তৈরী ওয়াকিটকি সদৃশ্য বস্তু (ওয়ার্লেস সেট) ১টি কালো রংয়ের খেলনা পিস্তুল (রিভালবার), ১টি আর্মি পোশাকের সদৃশ্য কটি (জ্যাকেট), ১টি সাদা রংয়ের নম্বর প্লেট যাহাতে ইংরেজিতে DHAKA METRO - HA-48- 7854 লেখা আছে, ২টি চাপাতি।
গ্রেপ্তারকতৃরা হলো-মোঃ খলিলুর রহমান মৃধা (৫৫), পিতা-মৃত আবুল হাসেম মৃধা, রামবল্লভ, দৌলতমৃধা বাড়ি, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালি, বর্তমানে মিজমিজি মাদ্রাসা রোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, জামাল আকন (৩৬), পিতা- মোঃ জলিল আকন, চাঙ্গাপাশা (আকন বাড়ী), থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, মোঃ আবু সালে হাওলাদার (২৫), পিতা-মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদার, চাঙ্গাপাশা (হাওলাদার বাড়ী), থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালি, বিল্লাল (৩৬) পিতা-আঃ খালেক, খারিজা বেতাগী (সন্যামত বাড়ী), থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী, বর্তমানে মিজমিজি দক্ষিণপাড়া, সিদ্ধিরগঞ্জ, আবু হানিফ (৩২) পিতা-মৃত নান্নু মিয়া, মালাইবাংগড়া বাজার, পোষ্ট-জিনিতপুর, থানা-নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে মিজমিজি মাদ্রাসা রোড, সিদ্ধিগঞ্জ, মোঃ ইউসুফ (২৭) পিতা-কাদের পাটোয়ারী, উত্তর রালদিয়া, (পাটোয়ারী বাডী) থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে মিজমিজি মাদ্রাসা রোড, (চার তলা মোড়ে সুমেলা বিলাশ) সিদ্ধিগঞ্জ।
ডিবির এসআই তারিকুল ইসলাম, এসআই শাকিব হাসান, এসআই আতিকুর রহমান ভুইয়া, এএসআই সেলিম উদ্দিন অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলন এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।
যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা
জাগো বন্দর ২৪.নিউজ যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা
শাকিলা আক্তার ওরফে মেরিনা বেগম (২৯) পিতা আঃ সাওার বেপারী মাতা মোছা জামিলা বেগম জেলা গাইবান্ধা থানা পলাশবাড়ী ডাকঘর তালজামিরা এলাকায় বসবাসরত অবস্থায় উভয় একই এলাকা থাকাকালীন পিতা রফিকুল ইসলাম এর ছেলে
শরিফুল ইসলামের সাথে ভাবে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ শফিকুল ৩লক্ষ টাক কাবিন করে ৭০ হাজার টাকা ধার্য করিয়া পারিবারিক আচার অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন করেন এবং বিবাহ চলাকালীন সময়ে কনের পরিবার থেকে যৌতুক নিয়ে মেয়ে কে আসামীপক্ষ নিয়ে যায়
বিবাহ সম্পূর্ণ হওয়ার পড় পড় ভুক্তভোগী পরিবার জানান যৌতুকের জন্য পূনরায় আবার বেপরোয়া হয়ে উঠে শরিফুল ইসলাম যৌতুকের জন্য নির্যাতন করিলে মেয়ের সুখে সংসারের কথায় চিন্তা করে যৌতুক লোভী স্বামীকে ব্যাবসার জন্য একলক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় সে টাকা আজ অবধি দেওয়া হয়না এছাড়াও পরিবার পক্ষ থেকে স্বর্ন অলংকার ফ্রীজ সহ নামীদামী আসবাবপত্র দেওয়া হয়।
তাহা দেওয়ার শর্তে শরিফুল ইসলাম কাবিনের ৩ লক্ষ টাকা দাবি করে আসছে এর ধারাবাহিকতায় গত একমাস পূর্বে যৌতুক লোভী স্বামী বাদীগনকে পূনরায় যৌতুক আনার জন্য শারীরিক নির্যাতন সহ মারধর করে
এবং যৌতুক টাকা বাবার নিকট নিয়ে আসার জন্য প্রাননাশের হুমকি প্রধান করে আসছে যৌতুক লোভী
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থেকে একটি গাজীপুরে জুডিসিয়াল ম্যাজিস্টের আদালত মামলা দায়ের করা হয় মামলা নং সি আর ০৫/২০২৩
সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
বন্দর থানা প্রতিনিধি :নাজমুল খন্দকার
বন্দর প্রেসক্লাবের সামনে বন্দরের ২৭টি পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়। বন্দরে বীরমুক্তিযোদ্ধা আশরাফ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বন্দরে মানবিক যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের র্তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি বলতে চাই খান মাসুদ বন্দরে সন্তান। মানবিক এ নেতা অসহায় ও নিপিড়িত মানুষের পাশে সব সময় দাঁড়ায়। দেশের দূর্যোগপূর্ন সময়ে এছাড়াও সবসময় পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা্থাীদের ভোগান্তি কমাতে খানমাসুদকে ভূমিকা পালন করতে দেখা গেছে শুধু নেতা নয় সে স্রমিকবান্দব বটে
এ-সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জব্বার সরদার,আব্দুল আজিজ,আলী আক্কাস মীর,শাহাজাদা পাঠান। পপঞ্চায়েত কমিটির পক্ষ থেকে বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবন মিয়া, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম ১নং ওয়ার্ড মেম্বার ইমন আহম্মেদ বন্দরে যুবলীগ নেতা ডালিম হায়দার সহ স্থানীয় প্রমূখবৃন্দ
সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
জাগো বন্দর ২৪.নিউজ রাত হলে নগরী হয়ে উঠে ভয়ংকর আতংকে থাকে নগর বাসী
নারায়ণগঞ্জ বেশ কয়েকদিন দিন ধরে বাড়ছে ছুড়ি ছিনতাই নারায়ণগঞ্জ প্রাচীর ড্যন্ডি শহর শিল্প নগরীতে দিন যেমন তেমন রাত হলে শহর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে ছিনতাইয়কারীদের হাতে এতে আতংক বিরাজ করছে পথচারী সহ ভিবিন্ন জেলা থেকে এসে কর্ম ছুটে আসা লোকদের সব্শ্ হাড়াতে বসছে বেশ কয়েজন ভুক্তভোগী জানান চাষাড়া প্রানকেন্দ্র শহীদ মিনারে এদের বসবাস করে মূলত এরা বিভিন্ন যায়গায় থেকে লোক এসে চায়ের দোকান গুলোতে বসে এখান থেকে মূলত টার্গেট করে ছিনতাইকারী এছাড়া ২নং ঘেট খানপুর মেট্র হল এি যায়গায় গুলোতে মূলতো বাস স্টপ হওয়ার কারনে যাএীদেদের টার্গেট করে সবকিছু ছুড়ি বা ধারালো অস্রের মুখে জিম্মি করে সব্স্ লুট করে এরা নিয়ে যায়
রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
জাগো বন্দর ২৪.নিউজ রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে তীব্র ঠান্ডার মুখোমুখি সীমান্তের জেলা যশোরের জনসাধারণ। আজ (রোববার) সারাদেশের মধ্যে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ জেলায় আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (০৮ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, চাঁপাই নবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির হার খুব বেশি হবে না। দিনের তাপমাত্রা বাড়লে সেটা খুব অল্প সময়ের জন্য হবে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তুলনায় আজ রাজধানীর তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজকেও ঢাকাতে কুয়াশা সেভাবে কমার কোনো আভাস নেই। কুয়াশা খুবই সামান্য পরিমাণে কমলেও তাতে কোনো তাতে ঢাকার আকাশ পরিষ্কার হবে না।
তিনি আরও বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে সারাদেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত থাকতে পারে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান তিনি।
সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
জাগো বন্দর ২৪.নিউজ ফতুল্লার পঞ্চবটি এনওসিএস, শীতলক্ষ্যা অফিস দূর্ণীতির আখড়ায় পরিনত হয়েছে
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি, এনওসিএস, শীতলক্ষ্যা অফিস দূর্ণীতির আখড়ায় পরিনত হয়েছে। কিলো প্রতি সরকারি ভাবে ব্যাংক জমা ৮ শত টাকা ধার্য্য করা হয়েছে কিন্তু অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ গ্রাহকদের নিকট হতে সরকারি ধার্য্যকৃত মূল্যের অতিরিক্ত ৩ গুন টাকা নিচ্ছে বলে গ্রাহকদের থেকে মুঠোফোনে জানা যায়।
অফিস কর্মকর্তা ও কর্মচারীদের নিকট সরকারি ধার্য্যকৃত মূল্যের চেয়েও অধিক টাকা কেন নেওয়া হচ্ছে তা জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেননি কেউ।
এ ছাড়া আরো অভিযোগ পাওয়া যায়, নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন করলে অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী প্রতিটি ফাইল করতে অধিক টাকা আদায় করে নিচ্ছে।
এদিকে মাঠ পর্যায়ে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন বাসা বাড়ীতে গিয়ে মিটার চেক করার নাম করে মিটারের বিভিন্ন ক্রটি দেখিয়ে জরিমানা করার ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবী করেন বলে জানান ভুক্তভোগী গ্রাহকরা।
গ্রাহকগন উক্ত কর্মকর্তা ও কর্মচারীদের সাজানো নাটকে প্রতারনার স্বীকার হয়ে মোটা অঙ্কের অর্থ খোয়াচ্ছে। আবার কোন গ্রাহক যদি তাদের সাজানো ঘটনা বুঝতে পেরে যায়, তবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে অফিসের কর্মকতাদের কাছে গণমাধ্যম কর্মীরা জানতে চাইলে কোনো রকমের
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজবাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ নবনির্মিতক শিপবিল্ডিং ও শীতালক্ষ্যা৷ গেষ্ট হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে।।
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি (নাজমুল খন্দকার)
মঙ্গলবার সকালে বিল্ডিং সহ বিভিন্ন পুত্র কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।।
নবনির্বিত এই শিপবিল্ডিং টি উদ্বোধনের মাধ্যমে আবু অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।। এটি নির্মাণের মাধ্যমে জাহাজ এবং বোট নির্মাণ কাজে গতিশীলতা বৃদ্ধি পাবে।। বিশেষ করে বর্ষা মৌসুমে জাহাজের কনস্ট্রাকশন কাজের প্রতিকূলতা এড়ানো সম্ভব হবে।। শেডটির দৈর্ঘ্য ১২০.৫১ মিটার,প্রস্থ ৪৬.১৭ মিটার, ৩০.৪৮ মিটার, ফ্লোর এরিয়া ৫ হাজার ৫০০ বর্গমিটার যেখানে লোড বহন সক্ষমতা ৫ টন এছাড়া শেডটিতে রয়েছে দুইটি ২৫ টন ক্ষমতা সম্পন্ন ওভারহেড ক্রেন ও রয়েছে একটি আধুনিক সিএনসি মেশিন যা ডকইয়ার্ডের সক্ষমতাকে আরো একধাপ উন্নীত করবে।। পাশাপাশি আগত অতিথিদের বিশ্রামের জন্য নির্মান করা হয়েছে শীতালক্ষ্যা নামের একটি গেস্ট হাউজের।।
এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার
আব্দুল্লাহ আল মাকসুস, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খোদা সহ ইয়ার্ডের কর্মকর্তাবৃন্দ।।
শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ ...
ই-পেপার
প্রচ্ছদ
জাতীয়
রাজনীতি
সারাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
পুঁজিবাজার
খেলাধুলা
বিনোদন
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি
বিশেষ প্রতিবেদন
ফিচার
মতামত
সাক্ষাৎকার
রাজপাট
আদালত
গণমাধ্যম
Bashundhara Noodles
বাংলাদেশ
সরিষার ফুলে ছেয়ে গেছে সালথা-নগরকান্দার মাঠের পর মাঠ
নুরুল ইসলাম, সালথা-নগরকান্দা (ফরিদপুর)
২৩ ডিসেম্বর ২০২২, ১৩:০৪
Shares
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing button
ফরিদপুরের সালথা ও নগরকান্দায় একযুগ আগেও ব্যাপক হারে চাষ করা হতো ধনিয়া, কালোজিরা, রসুন, মসুরি, মটর কলাই, গম, ছোলা, তিল ও সরিষা। তখন এসব ফসলের গন্ধে প্রতিটি এলাকার বাতাস ভারি হয়ে থাকতো। পরে অর্থকরী ফসল পাট-পেঁয়াজের চাপে দৈনন্দিন এসব ফসল প্রায় বিলুপ্তি হয়ে যায়।
গেল কয়েক বছর শখ করে ছাড়া বাণিজ্যিকভাবে এসব ফসল তেমন কাউকে চাষ করতে দেখা যায়নি। তবে গতবার থেকে ভোজ্য তেলের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় এর মধ্যে সরিষার ওপর নজর পড়েছে কৃষকদের। যে কারণে উভয় উপজেলায় ১১৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে এবার।
আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।
বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা গেছে, উভয় উপজেলায় প্রচুর পরিমাণে সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা ক্ষেতে হলুদ ফুলে ছেয়ে গেছে। মৌমাছির দল সরিষার ফুলের ওপর দিয়ে ঘুরাঘুরি করছে আর গুণগুণ করে গান গাইছে। সরিষার ক্ষেতের এমন দৃশ্য গত ১০-১২ বছরেও চোখে পড়েনি। পেঁয়াজের পাশাপাশি সরিষা উৎপাদনে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। অনেকে আবার পেঁয়াজের চেয়ে সরিষার চাষের দিকে নজর দিচ্ছেন বেশি।
নগরকান্দার পুরাপাড়া এলাকার কৃষক মোসলেম মাতুব্বর বলেন, আমি গত ১০ বছরে সরিষার আবাদ করেনি। তবে তেলের দাম বাড়ায় পেঁয়াজের পাশাপাশি এবার একবিঘা জমিতে সরিষার চাষ করেছি। আমি ছাড়াও অনেকে তেলের চাহিদা মেটাতে সরিষার চাষ করছেন। তারা ফসলি জমির পাশাপাশি পতিত জমিতেও সরিষা উৎপাদন করছেন। যদি ফলন ভাল হয়, তাহলে উৎপাদিত সরিষা থেকে যে তেল আসবে, তা দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করতে পারবো।
সালথার মুড়াটিয়া গ্রামের আফছার উদ্দীন বলেন, বর্তমানে অর্থকরী ফসল পেঁয়াজ আবাদ করে আমাদের লোকসান হচ্ছে। অথচ একসময় বেশি লাভের আশায় এই পেঁয়াজের চাষ করতে গিয়ে সরিষার চাষ বাদ দিয়েছিলাম। এখন বাজারে ভোজ্য তেলের অতিরিক্ত হওয়ায় ১৫ কাঠা জমিতে সরিষার আবাদ করছি। আশা করছি এবার পেঁয়াজের চেয়ে সরিষা আবাদে বেশি লাভ হবে।
নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, তেলের দাম বাড়ায় এবার নগরকান্দায় সরিষার আবাদও বেড়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে ৫৩৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে। যা গতবারের তুলনায় ১৩০ হেক্টর বেশি। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি কিতছুটা মেটানো সম্ভব হবে। মাঠ পরিস্থিতি বিবেচনায় সরিষার আশানুরূপ ফলন হবে বলে আশা করছি।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, গতবারের চেয়ে সরিষার আবাদ বেশি হয়েছে। এবার উপজেলার ৮টি ইউনিয়নে ৬৩০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। চলমান আবহাওয়া বিবেচনায় আশা করছি সরিষার ফলন ভাল হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি জমিতে সরিষা চাষ করতে পারলে, এসব জমিতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ করা যাবে।
শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ বিজয় দিবস উপলক্ষে একে এম শামসুজ্জা স্স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনামেণ্ট ওশীতার্তদের মাঋে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়
বন্দর উপজেলার বুরুন্দী মুহাম্মাদীয়া ইশলামিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হাজ্বী আহমেদ তুষার মাঈনউদ্দি এর সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষে একেএম সামসুজ্জোহা স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট ও শীতার্তদের মাঋে কলাগাছিয়া ইউনিয়ন ৯ টি ওয়ার্ডে এর গরীব অসহায় পরিবারদের মাঋে ৩০০ কম্বল বিতরণ করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এড ঃ আবুল হাসানাত শহীদ ভিপি বাদল উদ্বোধক হিসেব ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ও জাতীয় স্রমিক লীগের কেন্দ্রীয় দরকষাকষি আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাজীম উদ্দিন প্রধান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ নানা কর্মসূচির মধ্যে বিজয় দিবস উদযাপন করেছেন বন্দর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা
বন্দর থানায় প্রতিনিধি -নাজমুল খখন্দকার
শুক্রবার (১৬ ই ডিসেম্বর) সূর্যদয়ের সঙ্গে সঙ্গে বন্দরে সমরক্ষেএ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশান কর্মকতাদের পক্ষ থেকে শহীদ বীর মুক্তিযোদ্বাদের স্বরণে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওলোন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, শহীদদের স্বরণে মাঠ প্রাঙ্গনে চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ বিএনপির ১০তারিখ সমাবেশ কে ঘিরে নারায়ণগঞ্জ ভিবিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিরাপত্তায় পুলিশের চৌকি তল্লাশি
বিএনপির ১০তারিখ সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এবং জামায়াত বিএনপির নাসকতা সহ জনগণের নিরাপত্তায় নারায়ণগঞ্জ ৭টি গুরত্বপূর্ণ পয়েন্ট সহ ঢাকা চট্রগ্রামে মহাসড়ক পুলিশের চৌকি তল্লাশি হয় নারায়ণগঞ্জ বিভিন্নস্থানে গুড়ে দেখা যায় নারায়ণগঞ্জে প্রবেশ মুখে সাইনবোর্ড
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ বিয়ের নামে প্রতারণা করে ব্লাকমেইল করে কাবিন আদায়ের অভিযোগ উঠেছে এই পরিবারের বিরুদ্ধে
জেলা রাজবাড়ী ধুংচি এলকা হাবুউদ্দিন বয়স ৫৫ এবং তাহার দুই মেয়ে আরশেনা আক্তার নুহা বয়স ২১ এবং মারিয়া আক্তার নদী বয়স ১৬ রায়ের বাগ গ্যাসরোড দীর্ঘ দিন যাবৎ পরিবার টি নিজ গ্রামে রেখে এখানে নানা রকম অপকর্মে
লিপ্ত কাজের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান এবং তার নিজগ্রামেও বিয়ের নামে জোরপূর্বক কাবিন টাকার অভিযোগের সত্যতাও পাওয়া গেছে সেখানে থেকে স্থানীয়দের চাপে নিজ গ্রাম ছেড়ে এসে এই পরিবার টি আবার সক্রীয় হয়ে উঠেছে দীর্ঘ ১২বছর ধরে রায়ের বাগ চায়ের ব্যাবসা আড়ালে নিজ মেয়েদের দিয়ে যুবক ব্যাবসায়ীদের সাথে প্রেমের সম্পকর্ সহ আপওিকর ছবি তুলে ব্লা্কমেইল করে আসছে এরকম একজন ভুক্তবোগী পরিবার জানান গত ২০১৯ ফ্রেবুয়ারী আমার ছেলের সাথে যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আমার ছেলের সাথে পরিচয় হশ এবং ছেলের সাথে তার বিয়ের কথায় জড়িয়ে পড়ি এবং তারা বিয়ের আগে কাবিন টাকা ঠিক করে আমার সন্দেহ তার নিজগ্রাম আমরা যোগাযোগ করি সেখানে জানতে পারি তার মেয়ে একাধিক ছেলের সাথে সম্পকর্ করে বিয়ে হয়ছে সেখানে কাবিনের টাকা নিয়ে চলে আসে দু মাসের সংসার করে সত্যি টা জানার পড় আমরা বিয়ে তে অনীস্বীকার জানালা আমার ছেলে কে ছবি দিয়ে হুমকি প্রধান টাকার জন্য চাপ সৃষ্টি করে আসছে এছাড়াও স্থানীয় জানান এতটুকু চায়ের দোকান দিয়ে ফ্লাইট বাসায় ভাড়া দিয়ে মেয়েরা এত আতর সুগন্ধি কিভাবে ব্যাবহার করে আরেকজন নাম বলতে অনিচ্ছুক বলেন মেয়েদের কে দিয়ে টার্গেট করে বড়লোকের ছেলেেদের
এবং ফ্লাইট মধ্যে ডেকে নিয়ে তাদের কাছ থেকে যা পায় তা রেখে দেই এবং তিনি বড় একজন সুধখোর
রবিবার, ২০ নভেম্বর, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ বন্দরে জাপা নেতা মাঈনউদ্দিন মানুর বিরুদ্ধে ইউনিয়ন তথ্য সেবা অফিস বিক্রির অভিযোগ
বন্দরে স্থানীয় মাঈনউদ্দিন মানু জাপার নেতা বিরুদ্ধে বন্দরে ইউনিয়ন তথ্য সেবা বিক্রি এবং মালামাল ভাঙ্গারী হিসেবে লুটপাট করে যাহার মূল্য ৪২ হাজার হাজার টাকার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান রবিবার সকালে নিজের প্রভাব বিস্তার এবংবন্দর ইউপি পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন এর নাম খুন্ন এবং নিজেকে রাজনৈতিক বলয় এর প্রভাব বিস্তার করে দেয়াল ভাঙ্গা শুরু করে
২০০৯ সালে জনগণের সুবিধার কথা চিন্তা করে বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহের চেয়ারম্যান এবং উপজেলা কর্মকতাদের নিয়ে বন্দর ইউপি পরিষদের ১নং ওয়্যার্ড অবস্থিত বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্দর বাসস্টান্ড ইউনিয়ন তথ্য সেবা চালু হয় এখান বন্দর ইউনিয়ন
নাম বলতে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যাক্তি জানান যে নিজেকে জাপার নেতা পরিচয় দিয়ে নানা অপকর্মে করে জমি দখল সালিসি নামে মানুষ কে হয়রানি সে এলাকা প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করে দাপিয়ে বেড়াচ্ছে এই নেতা নানা সময় ওসমান পরিবারের ব্যাক্তিদের নাম ব্যাবহার করে জমি দখন সহ নানা অপকর্মে করে বেড়াচ্ছে এই নেতা
শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
জাগো বন্দর ২৪.নিউজ উপজেলা পরিবার পরিকল্পনা ফকির পোষাক শিল্পে পরিকল্পনা স্যাটেলাইট কর্ণার বিষয়ক মত ভিনিময় সভা অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জস্থান ফতুল্লা সদর ফকির নীটওয়্যারস লিমিটেডে এর ব্যাবস্থাপনা
বীর মুক্তিযোদ্ধা ফকির আক্তারজ্জমান এর সভাপতিত্বে পোষাক শিল্প পরিবার পরিকল্পনা স্যাটেলাইট কর্ণার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরল আলম বলেন
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ফকির নিটও্যারস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আক্তারজ্জামান ও প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল আলম সহ প্রমূখবৃন্দ
রবিবার, ৩১ জুলাই, ২০২২
নারায়ণগঞ্জ বন্দরে ১ সন্তানের জননীর আত্মহত্যা
জাগো বন্দর ২৪.নিউজ নারায়ণগঞ্জ বন্দরে ১ সন্তানের জননীর আত্মহত্যা
নারায়ণগঞ্জ জেলার বন্দরে শিরিন(৩৩) নামের এক সন্তানের জননী সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৩১ জুলাই রোববার ভোর ৪ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডস্থ আমিন আবাসিক এলাকাস্থ আফজাল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরন করেছে। তবে নিহত নারীর কারো কারো সাথে ফোনে একাধিকবার কথোপকথন হতো বলে পারিবারিক সুত্রে জানা যায়। পুলিশ সেই সুত্র ধরেই নারীর ফোনকল থেকে সদর থানাধীন গোগনগর এলাকার আরিয়ান নামে এক যুবককের সাথে সম্পর্কের জের ধরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে জানা যায়।
আত্মহননকারী শিরিন চাঁদপুর জেলার মতলব থানাধীণ কাশিপুর গ্রামের শফিকুল ওরফে ইউসুফ মিয়ার মেয়ে। গত ৩ বছর পূর্বে স্বামীর সাথে তার ভিফোর্স হওয়ার পর সে ১ সন্তান নিয়ে বন্দর আমিন আবাসিক এলাকার আফজাল মিয়ার প্রথম তলা ভাড়া বাড়িতে তার পিত্রালয়ে বসবাস করত।
সূত্রে জানা যায়, বিগত ৫ বছর পূর্বে বন্দর কদমরসুল কলেজ সংলগ্ন মাঠপাড়া এলাকায় শফিকুল ওরফে ইউসুফ মিয়ার মেয়ে হোসনে আরার সাথে একই এলাকার আমির হোসেনের ছেলে ইমরানের বিয়ে হয় ও ১টি সন্তানেরও জন্ম হয়। তাদের মাঝে পারিবারিক কলহের কারনে বিবাহ বিচ্ছেদ হয়।
গত জুন মাসে পিতা-মাতার সাথে হোসনে আরা তার সন্তানকে নিয়ে বন্দর আমিন আবাসিক এলাকায় আফজাল মিয়ার বিল্ডিংয়ের প্রথম তলা ভাড়া নেয়।
এরপর থেকেই আরিয়ান নামে এক ছেলের সাথে প্রায় সময়ই মোবাইলে কথা বলত বলে তার পিতা শফিকুল মিয়া জানায়। রোববার ভোর ৪ টায় সকলের অগোচরে হোসনে আরা তার নিজ ঘরে ৪ বছরের ছেলেকে ঘুমে রেখে শিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এরপর তার সন্তানের কান্না শুনে পরিবারের লোকজন ঘরের সিটকনী ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বন্দর ফাড়ীর পুলিশ পরিদর্শক নাহিদ মাসুম জানান, খবর পেয়ে রবিবার বিকেলে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরন করা হয়েছে। এক যুবককে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেয়া হবে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
শুক্রবার, ১৭ জুন, ২০২২
যুব সংহতি বন্দর থানার নেতৃত্বে জাতীয় পার্টির সম্মেলনে বিশাল শো ডাউন নিয়ে যোগদান
জাগো বন্দর ২৪.নিউজ যুব সংহতি বন্দর থানার নেতৃত্বে জাতীয় পার্টির সম্মেলনে বিশাল শো ডাউন নিয়ে যোগদান
স্টাফ রিপোর্টারঃ ১৭ জুন শুক্রবার নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যােগে দ্বি বার্ষিকী সম্মেলনে বন্দর থানা যুব সংহতি সভাপতি মো ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানার নেতৃত্বে বিশাল শো ডাউন নিয়ে সম্মেলনে যোগ দেন। উক্ত
বিশাল শো ডাউনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শাহজাহান রানা, সহ সভাপতি মাহাবুব অর রশিদ, শুকুর মিয়া, মো রাকিব মিয়া, সহ সাধারণ সম্পাদক মিয়া আরিফ, সহ সাধারণ সম্পাদক মো দিবস, সহ সাধারণ সম্পাদক সাকিব হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মোল্লা, সহ সাংগঠনিক সম্পাদক মো শেখ রাসেল, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, সহ প্রচার সম্পাদক শিপলু প্রধান, দপ্তর সম্পাদক কাদির খান প্রমূখ।
স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড যুব সংহতি সভাপতি এইচ এম সোহাগ, সাধারণ সম্পাদক সানি হোসাইন, ২৩ নং ওয়ার্ড যুব সংহতি সভাপতি আলাউদ্দিন আহমেদ দিপু, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সোহেল, ২১ নং ওয়ার্ড যুব সংহতি সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো বাদল হোসেন সহ ১৯ নং ওয়ার্ড থেকে ২৭ নং ওয়ার্ডের যুব সংহতি সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের মানুষ বিশাল শো ডাউনে যোগদেন।
শো ডাউনে উপস্থিত হয়ে কর্মীদের একত্রিত করতে বন্দর থানা জাতীয় যুব সংহতি সভাপতি তৃণমূলের নেতা মো ফারুক হোসেন বলেন নারায়ণগঞ্জের মাটি জাতীয় পার্টির ঘাঁটি, বন্দরের মাটি জাতীয় পার্টির ঘাঁটি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)

